বাংলাদেশের বুকে এদিন ভয়াবহ বায়ুসেনার বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর উঠে আসছে। ক্রমাগত বাড়ছে মৃত্যু মিছিল। আহতের সংখ্যা দেড়শ ছাপিয়ে ১৭১ এ ঠেকেছে। সোমবার দুপুরে বাংলাদেশ বায়ুসেনার বিমান এফ-৭ বিজিআই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরই বিমান আছড়ে পড়ে স্থানীয় মাইলস্টোন স্কুলে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন ভারতের প্রধানমন্ত্রীর তরফে বাংলাদেশে বায়ুসেনার বিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। নরেন্দ্র মোদীর বার্তা এক সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরা হয়। পোস্টে লেখা রয়েছে,' ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী।' এরই সঙ্গে মোদী লেখেন,'শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' এরইসঙ্গে গুরুত্বপূর্ণভাবে নরেন্দ্র মোদী বলেন,' শোকের মুহর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।' এই আশ্বাস বার্তা দিল্লির তরফে গিয়েছে বাংলাদেশের জন্য।
( Lucky Zodiac Signs: তুলা সহ একঝাঁক রাশির ভাগ্যে সুখের জোয়ার শুরু! কেন জানেন? জ্যোতিষমত রইল)
এর আগে, চিনের নির্মিত বিমান এফ-৭ বিজিআই এদিন ঢাকায় উড্ডয়নের পরই দুর্ঘটনাগ্রস্ত হয়। বিমানর চালক মহম্মদ তৌকিরের প্রয়াণের বার্তা আসে। দুর্ঘটনার পরই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ছিলেন আইসিইউতে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে, বাংলাদেশে এই ভয়াবহ কাণ্ডে মৃতের সংখ্য়া দুপুর ৩ টের পর ১৯ এ পৌঁছে যায়। বেলা গড়াতেই আরও একজনের মৃত্যু সংহাদ আসে। বহু জনই ঘটনার পর দগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এর আগে গত মসেই ভরতের আমদাবাদে ভয়াবহ বিমান দুরর্গনা ঘটে যায়। লন্ডনগমী বিমানে ২৪৫ জন সওয়ারি নিয়ে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিমান উড়তেই দুর্ঘটনার কবলে পড়ে যায়। সেই ঘটনয় ২০০ র বেশি জন মারা যান।
এদিকে, বাংলাদেশের বায়ুসেনার যে বিমান দুর্ঘটনার কবলে পড়েছে আজ, তা চিন নির্মিত এফ-৭। গোটা ঘটনায় চলছে তদন্ত। আর এই মর্মান্তিক কাণ্ড ঘিরে দিল্লির তরফে ঢাকাকে সাহাস্যের আশ্বাস দেওয়া হয়েছে।