ভালো সময় শুরু হয়েছে তুলা সহ একাধিক রাশির। কারণ সদ্যই পুত্র শনির নক্ষত্রে গিয়েছেন সূর্যদেব। তারফলে একাধিক রাশির ভাগ্যে সুখের সময় শুরু হতে পারে বলে আভাস দিয়েছে জ্যোতিষমত। জ্যোতিষশাস্ত্র বলছে, সূর্যের এই অবস্থানের ফলে জন্মাষ্টমী পর্যন্ত একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। পিতা-পুত্রের কৃপায় কোন কোন রাশি লাভ পাবে, দেখে নিন। এই তালিকায় তুলা ছাড়াও আর কোন রাশি রয়েছে? সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী আসতে চলেছে, তা দেখে নিন।
কর্কট
সূর্যের পুষ্য নক্ষত্রে গোচর, আপনাদের জন্য় বেশ লাভদায়ক প্রমাণিত হতে পারে। আপনার টাকা রোজগারে আরও বৃদ্ধি হতে পারে। অফিসে আপনার কাজ দেখে আপনার বস খুশি হবেন। আপনাকে আরও বেশি কাজের দায়িত্ব দেওয়া যাবে কি না, তা নিয়ে ভাবনা চিন্তা হতে পারে অফিসার মহলে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। কোনও ভালো রিটার্ন পেতে পারেন। কোনও পরিকল্পিত প্রকল্প থেকে ভালো লাভ পাবেন। আপনার নিজের কিছু ব্যবসা শুরু হতে পারে।
( Kishtwar Encounter: কাশ্মীরের কিশতওয়ারে লুকনো জঙ্গিদের ঘিরে সেনার তাবড় অভিযান! চলেছে সংঘর্ষ)
তুলা
নিজের পুত্রের নক্ষত্রে প্রবেশ সূর্যদেবের জন্য বেশ লাভদায়ক হবে। পরিবারে কোনও মাঙ্গলিক বা শুভ কাজ হওয়ার ফলে কোনও শুভ যোগ তৈরি হবে। পৈতৃক সম্পত্তি এই সময় পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা তা পাবেন। আপনার সাহস আর আত্মবিশ্বাস বাড়তে পারে।
কন্যা
এই নক্ষত্র গোচর আপনার জন্য খুবই লাভদায়ী হবে। আপনার চাকরিতে অনেকটাই বেতন বাড়বে। প্রমোশনের সুযোগ আসবে। কোথাও ট্রান্সফার হতে পারেন। তার সুযোগ তৈরি হতে পারে। নিজের মনোষ্কামনা পূর হতে পারে। ধন সম্পত্তি অর্জন করতে পারেন। প্রেমের দিক থেকে সময় ভালো যাবে। পার্টনারের সঙ্গে সময় ভালো কাটবে। পরিবারের সঙ্গে ভালো কাটবে সময়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)