নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের অবসান হলেও এই যুদ্ধে শহীদ হয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন জওয়ান। দেশরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করা এই শহীদদের শোকে ডুবে আছে দেশ। দেশের জন্য প্রাণ দেওয়া সৈনিকদের মধ্যে একজনের নাম মুরালি নায়েক। তিনি অন্ধ্র প্রদেশের সত্য সাই জেলার কালিথন্ডা গ্রামের বাসিন্দা। এই শহীদ জওয়ানের পাশে দাঁড়াতে এবার প্রশংসনীয়ভাবে এগিয়ে এলেন মুম্বইয়ের এক দম্পতি। বিদেশে ঘুরতে যাওয়ার জন্য জমানো লক্ষাধিক টাকা তুলে দিলেন এই শহীদ জওয়ানের পরিবারের হাতে।
আরও পড়ুন: ‘পাক জঙ্গিদের মদত করা দালালদেরকেও শেষ করতে হবে’ বার্তা ঝন্টুর পরিবারের
জানা গিয়েছে, শহীদ মুরালি নায়েকের সম্মানে এই দম্পতি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বিশ্বাস এই সিদ্ধান্ত শহীদ জওয়ানের শোকাহত পরিবারকে সাহায্য করবে। তবে, এই দম্পতি তাদের পরিচয় গোপন রেখেছেন। বিদেশে ভ্রমণের স্বপ্ন ছিল তাঁদের। তার জন্য তাঁরা ১.০৯ লক্ষ জমিয়েছিলেন। ভ্রমণের সব রকমের পরিকল্পনা প্রায় সেরে ফেলেছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে ভ্রমণ বাতিল করার সিদ্ধান্ত নেন দম্পতি। আর সেই টাকা তুলে দেন শহীদ সৈনিক মুরালি নায়েকের পরিবারকে। এই কাজের জন্য অবশ্য প্রচারের আলোয় আসতে চাননি দম্পতি। বরং নীরবে থেকে শহীদ জওয়ানদের প্রতি তাঁদের কৃতজ্ঞতা বোধ এসেছে ভিতর থেকে। তাঁদের এই নিঃস্বার্থ, নীরব এবং মানবিক আচরণ হাজার হাজার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। ইনস্টাগ্রামে ‘weareyuvaa’ অ্যাকাউন্টে এই পোস্ট শেয়ার করা হয়েছে। নেটিজেনরা এই দম্পতিকে প্রশংসনীই এই কাজের জন্য সেল্যুট জানিয়েছেন।
উল্লেখ্য, মুরালি নায়েকের জন্মস্থান অন্ধ্র প্রদেশ। কিন্তু, তিনি মুম্বইয়ের ঘাটকোপারের কামরাজ নগরে বড় হয়েছেন। তাঁর পরিবারের অবস্থা খুবই সাধারণ। তাঁর বাবা-মা জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করেছেন। ছেলে মুরলী নায়েকই ছিল তাঁদের একমাত্র ভরসা।
ছেলের বীরত্বপূর্ণ মৃত্যুর খবর শুনে মুরালির বাবা শ্রীরাম নায়েক শোকে মূহ্যমান হয়ে পড়েন। তিনি বলেন, তাঁর ছেলে দেশের জন্য শহীদ হয়েছেন। ১০ মে যখন মুরলী নায়েকের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছয় তখন হাজার হাজার মানুষের ভিড় জমে ওঠে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
ইতিমধ্যে, অন্ধ্রপ্রদেশ সরকার শহীদ মুরালি নায়েকের বাবা-মাকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও, তাঁকে পাঁচ একর জমি, ৩০০ বর্গ গজের একটি বাড়ি এবং পরিবারের একজন সদস্যের জন্য একটি সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে সরকার। অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণও মুরলী প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।