মেদী বলেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করলেই কংগ্রেসের পেটব্যথা শুরু হয়।' কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে মোদী বলেন,' দ্য কেরলা স্টোরি ফিল্মটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর আধারিত। এতে সন্ত্রাসের নোংরা সত্যিটি প্রকাশিত হয়েছে। আর তা ফাঁস করেছে সন্ত্রাসের নক্সা।'
নরেন্দ্র মোদী. (ANI Photo)
‘দ্য কেরল স্টোরি’ নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্কের ঝড় তৈরি হয়েছে দেশে। ফিল্মটি নিয়ে এবার বিজেপির ভোট প্রচার মঞ্চ থেকে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদী। কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে মোদী বলেন,' দ্য কেরলা স্টোরি ফিল্মটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর আধারিত। এতে সন্ত্রাসের নোংরা সত্যিটি প্রকাশিত হয়েছে। আর তা ফাঁস করেছে সন্ত্রাসের নক্সা।'
কর্ণাটকের বেল্লারিতে একটি সভায় যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘ কংগ্রেস এই ফিল্মটি (দ্য কেরলা স্টোরি)র বিরোধিতা করছে, আর সন্ত্রাসের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস ভোটব্যাঙ্কের জন্য সন্ত্রাসের ঢাল হয়ে রয়েছে।’ উল্লেখ্য, ‘দ্য কেরলা স্টোরি’ ইস্যুতে ব্যাপক বিতর্কের ঝড় উঠে এসেছে। ট্রেলারে দেখা গিয়েছে, কেরলে ৩২ হাজার মহিলা নিখোঁজ। আর তাঁরা যোগ দিয়েছেন আইএসআইএস-এ। এই ফিল্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিকে, কংগ্রেস সাংসদ শশী থারুর টুইটে দাবি করেছেন, ‘এ আপনাদের কেরলের স্টোরি হতে পারে, আমাদের নয়’। তাঁর টুইটের সোজাসুজি টার্গেট ছিলেন ছবির নির্মাতারা। এদিকে, পিনারাই বিজয়নের দাবি, বিশ্বের সামনে কেরলকে অপমান করার জন্য এমন ছবি নির্মাণ করা হয়েছে। আদা শর্মা অভিনীত এই ছবি ঘিরে রাজনৈতিক আঙিনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।