Meitei-Rajnath meeting on Assam Rifles: মণিপুর থেকে সরানো হোক অসম রাইফেলসকে, রাজনাথের সঙ্গে বৈঠকে দাবি মেইতেইদের
1 মিনিটে পড়ুন Updated: 15 Sep 2023, 12:15 PM ISTএর আগে অসম রাইফেলসের বিরুদ্ধে মণিপুর পুলিশের এফআইআর নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছিল। অভিযোগ ছিল, অসম রাইফেলসের নবম ব্যাটেলিয়নের জওয়ানরা মণিপুর পুলিশকে দায়িত্ব পালনে বাধা দিয়েছে এবং কুকি জঙ্গিদের পালিয়ে যেতে সাহায্য করেছে।
মণিপুরে হিংসা অব্যাহত