রবিবার রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তৃর্ণ এলাকা। কোথাও হাঁটু জল আবার কোথাও জল জমে গাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা। এরফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও ঝড়ো হাওয়ার ফলে ওঠানামায় সমস্যা হওয়ায় বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান বাতিল করার পাশাপাশি বেশ কিছু বিমান দেরিতে উড়ান শুরু করে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবারও দিল্লিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: কেরলে আগেভাগে বর্ষা এন্ট্রি নিতেই আজ রেড অ্যালার্ট! বাংলায় বৃষ্টির পূর্বাভাস কী?
শনিবার দিল্লি এবং আশেপাশের অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছিল আইএমডি। ভারী বৃষ্টি, তীব্র বাতাস এবং বজ্রপাতের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল দিল্লিতে। রবিবার সকালেও দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে থাকে। যার গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছে যায়। রিপোর্ট অনুযায়ী, রাতভর বৃষ্টিতে
দিল্লির মিন্টো রোড ব্যাপকভাবে জলমগ্ন হয়েছে। সেখানে একটি গাড়ি প্রায় সম্পূর্ণরূপে জলের নিচে ডুবে থাকতে দেখা গিয়েছে। এরজন্য দুর্বল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন স্থানীয়রা। এছাড়াও, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর কাছে রাস্তায় জল থৈ থৈ অবস্থা। যার ফলে যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের যাতায়াত কঠিন হয়ে পড়ে। ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে রবিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। পিটিআই সূত্রে জানা গিয়েছে, একাধিক বিমান ৩০ মিনিটেরও দেরিতে উড়ান শুরু করে। বিমান সংস্থা ইন্ডিগোর তরফে এক্স হ্যান্ডেলে বিমান চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি জানিয়েছে। যাত্রীদের তাঁদের নির্ধারিত উড়ানের বিষয়ে জানতে বিমান কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাটি।
মতিবাগ এলাকাতেও একই রকম পরিস্থিতি। ধৌলা কুয়ানেও রাস্তা জলমগ্ন হওয়ার ফলে যান চলাচল করছে ধীর গতিতে। এছাড়াও, হুমায়ুন রোড, শাস্ত্রী ভবনের মতো এলাকায় রাস্তা জলের তলায়। এদিকে, হরিয়ানাতেও ভারী বৃষ্টিপাতের ফলে কিছু অংশ জগমগ্ন হয় পড়েছে। যার মধ্যে ঝাজ্জর এবং কারনালও রয়েছে।
উল্লেখ্য, সাধারণত জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে দেশে বর্ষা প্রবেশ করে। তবে এবার নির্ধারিত সময়ের অনেক আগেই ভারতে বর্ষা প্রবেশ করেছে। আইএমডি শনিবার কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন নিশ্চিত করেছে। ১৬ বছর পর এমন ঘটল বলেই জানাচ্ছে আইএমডি।