বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সদ্য ‘ন্যাশনাল স্পেস ডে’তে করা এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চর্চা শুরু হয়েছে। ওই বিতর্কিত মন্তব্যে অনুরাগ ঠাকুর বলেন,'হনুমানজি হলেন প্রথম মহাকাশচারী।'পাঁচবারের সাংসদ অনুরাগ ২৩শে আগস্ট হিমাচল প্রদেশের একটি স্কুলে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন।
ওই স্কুলের অনুষ্ঠানের এক ভাইরাল ভিডিও ক্লিপে, ৫০ বছর বয়সী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে পিএম শ্রী স্কুলে ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। যেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন, ‘অন্তরীক্ষ মে যাত্রা করনে ওয়ালা পেহলা কৌন থা?’ (প্রথম মহাকাশ ভ্রমণকারী কে ছিলেন?)। এর উত্তরে তিনি নিজেই বলেন, ‘মুঝে তো লাগে হ্যায় হনুমান জি থে (আমার মনে হয় এটি ভগবান হনুমান ছিলেন)।’তাঁর মন্তব্যে ভগবান বজরংবলিকে ‘মহাকাশে প্রথম ভ্রমণকারী ’হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে ভ্রু কুঁচকেছেন।
বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে। ক্ষোভে ফেটে পড়ে এক নেটনাগরিক বলেছেন,'বাচ্চাদের সংশোধন করার পরিবর্তে, আপনি তাদের বলেছেন হনুমানজিই প্রথম মহাকাশ ভ্রমণকারী…। এটি ছিলেন ইউরি গ্যাগারিন। শিশুদের নিষ্পাপ মন নিয়ে খেলা বন্ধ করুন।'
আরেকজন নেটপাড়ার বাসিন্দা মন্তব্য করেছেন, ‘সব বাচ্চারা ভুল উত্তর দিচ্ছিল। মহাকাশ ভ্রমণকারী প্রথম মানুষ হলেন ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং নন (চাঁদে ভ্রমণকারী প্রথম মানুষ)। কিন্তু আপনি তাদের সংশোধন করেননি। বিশ্বাস এবং বিজ্ঞান ভিন্ন বিষয়। বাচ্চাদের স্কুলে বিজ্ঞান এবং বাড়িতে বিশ্বাস শিখতে দিন।’ তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘বিজ্ঞান পৌরাণিক কাহিনী নয়। শ্রেণীকক্ষে তরুণ মনকে বিভ্রান্ত করা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত জ্ঞান, যুক্তি এবং বৈজ্ঞানিক মেজাজের চেতনার অপমান। ভারতের ভবিষ্যৎ কৌতূহল লালন করার মধ্যেই নিহিত, বাস্তবকে উপকথার সাথে গুলিয়ে ফেলার মধ্যে নয়।’অপর একজন নেটনাগরিক বলেছেন, ‘রেকর্ডের জন্য জানিয়ে রাখি: ইউরি গ্যাগারিন (১৯৬১) ছিলেন মহাকাশে প্রথম মানুষ, ভ্যালেন্টিনা তেরেশকোভা (১৯৬৩) ছিলেন প্রথম মহিলা, রাকেশ শর্মা (১৯৮৪) ছিলেন ভারতের প্রথম, এবং কল্পনা চাওলা ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী।’
সব মিলিয়ে অনুরাগের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, সদ্যই গিয়েছে দেশের ন্যাশনাল স্পেস ডে। এই দিনেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এবার ভারত তৈরি করতে চলেছে নিজের স্পেস স্টেশন।
(এই প্রতিবেদন এআই দ্বারা অনুবাদ করা। )