কাশ্মীরের কুলগামের আখাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে যৌথ বাহিনী। জানা গিয়েছে, সেখানে ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও কাশ্মীরের পুলিশ, সিআরপিএফ রয়েছে। দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলছে আপাতত। জানা গিয়েছেস শুক্রবার, এক তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা বাহিনীকে তাক করে গুলি চালায়। তারফলেই এই ঘটনা ঘটে যায়।
এর আগে, শ্রীনগরের কাছে দাচিগাম ন্যাশনাল ফরেস্টে কিছুদিন আগেই বাহিনীর এনকাউন্টারে ৩ জঙ্গি নিকেশ হয়। তারা পহেলগাঁতে জঙ্গি হানার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। সেই জঙ্গিরা পাকিস্তানি বলেও খবর। জানা যায়, মহাদেব পর্বতের ওপর সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন মহাদেব।’ এর কিছুদিন পরই আরও এক এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করে বাহিনী। এরপর কুলগামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের খবর উঠে আসতে শুরু করেছে শুক্রবার। জানা গিয়েছে, জঙ্গিরা সম্ভবত লস্কর-ই-তৈবার সদস্য।
( মুকেশের ভাই অনিল আম্বানিকে EDর 'লুক আউট নোটিস'! কত কোটির জালিয়াতি কেসে জেরায় হাজিরার নির্দেশ?)
( August Lucky Rashi: বৃশ্চিক সহ একগুচ্ছ রাশির কপালে অগস্টে সৌভাগ্যের বন্যা! কী কী প্রাপ্তিযোগ?)
আপাতত যা খবর, তাতে জানা যাচ্ছে, শুক্রবারের এনকাউন্টারের ওপারে থাকা এই জঙ্গিরা সম্ভবত বিদেশি জঙ্গি হতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান থেকে এই জঙ্গিরা সম্ভবত অনুপ্রবেশ করেছে ভারতে, বলে অনুমান। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ৩ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, পুলিশ, সিআরপিএফ।