
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এবার খবরে কিরণ খের। বিজেপির এই সাংসদের সদ্য এক মন্তব্যে অশ্লীল শব্দ ব্যবহার করতে দেখা যায়। তিনি সদ্য বলছেন, যাঁরা তাঁকে ভোট দেননি, তাঁদের যেন ‘পাদাঘাত’ করে বের করে দেওয়া হয়।
সদ্য, চণ্ডীগড়ের কিশেণগড়ে একটি বৈঠকে কিরণ খের একটি বৈঠকে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, যে ভোটাররা তাঁকে ভোট দেননি, তাঁদের যেন জুতোর বাড়ি মারা হয়। যাঁরা কিরণ খেরকে ভোট দেননি তাঁদের লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন কিরণ খেরের। এই অনুষ্ঠানে যোগ দিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন কিরণ খের। চণ্ডীগড়ের মেয়র অনুপ গুপ্তার সঙ্গে ওই বৈঠকে যোগ দেন কিরণ খের। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার কমিশনার অনিন্দিতা মিত্র। উল্লেখ্য, এলাকার ডিপ কম্প্লেক্সে বক্তব্য রাখছিলেন কিরণ। তিনি বলেন, ‘ যদি ডিপ কম্প্লেক্সে একজনও আমাকে ভোট না দেন, তাহলে আমার লজ্জা। এই লোকজনকে লাথি করা উচিত।’
(হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজ! ২০ এর বেশি জনের আটকে পড়ার আশঙ্কা)
( শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর LLBর ছাত্রী, শেষে বৃন্দাবনে বিয়ে করে ফেললেন মূর্তিকে)
('ভারত বিরোধী কিছুই বলিনি', কেমব্রিজ বিতর্কে বিজেপির দাবির মাঝে মুখ খুললেন রাহুল)
প্রসঙ্গত, কিরণ খেরের মন্তব্যের এই ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। আর তা ভাইরাল হতেই তা নিয়ে সরব হয় কংগ্রেস। কংগ্রেস বলেছে,' নয় বছরে এই প্রথম কিষাণগড়ে এলেন কিরণ খের। এই নয় বছরে কোনও উন্নয়নের কাজ হয়নি। এখন তাঁরা যেকোনও উপায়ে ভোট চায়। তাদের টোন দেখুন, তাঁদের উত্পীড়ন দেখুন।'
('বেঙ্গালুরুতে জন্মে কানাড়া বলতে পারেন না!' বিমানবন্দরে কী ঘটল এই সেলেবের সঙ্গে?)
উল্লেখ্য, কংগ্রেস ও বিজেপির মধ্যে সদ্য একে অপরের বিরুদ্ধে মন্তব্য পাল্টা মন্তব্যে সরব হয়েছেন দলীয় নেতারা। সদ্য কেমব্রিজে রাহুল গান্ধীর এক মন্তব্য নিয়ে এই শোরগোল শুরু হয়েছে। এই ইস্যুতে তপ্ত থাকে, সংসদও। তবে কিরণ খেরের মন্তব্য তারই মাঝে কার্যত স্ফুলিঙ্গ। তৈরি করেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports