বাংলা নিউজ > ঘরে বাইরে > Kashmir Terror Attack Update: ‘রাম রামের…আমরা গলা কাটব’, পহেলগাঁও হামলার আগে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি মিটিং!
পরবর্তী খবর
पहलगाम : জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর কয়েকদিন আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) জঙ্গিদের একটি মিটিং হয়েছিল। রাওয়ালকোট জেলার খাই গালায় একটি 'ট্রিবিউট কনফারেন্সে' লস্কর-ই-তইবা (এলইটি) কমান্ডার আবু মুসা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে জেহাদ ও হিংসাত্মক অভিযানের ডাক দিয়েছিলেন। খবর লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে।
গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষপদে থাকা লোকজনও অংশ নেন। আবু মুসা জম্মু ও কাশ্মীর ইউনাইটেড মুভমেন্টের (জেকেইউ) নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলকে 'কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তনের ষড়যন্ত্র' বলে অভিহিত করেন এবং কাশ্মীর উপত্যকায় নতুন করে জঙ্গি হামলার আহ্বান জানান।