শেখ হাসিনা পরবর্তী সময়কালে বাংলাদেশে 'আগ্রহ' বেড়েছে চিন থেকে পাকিস্তানের। বাইডেন জমানাতে আমেরিকারও 'নজর' ছিল বাংলাদেশে। ট্রাম্প মসনদে আসার পর অবশ্য বাংলাদেশে আমেরিকার সেই 'আগ্রহ' চোখে পড়ছে না। তবে এই সবের মাঝে বাংলাদেশে চিন ও পাকিস্তানের 'কর্মকাণ্ড' নিয়ে জল্পনা তৈরি হয়েছে ভারতে। পাকিস্তান থেকে যেখানে আইএসআই কর্তারা বাংলাদেশ সফরে এসেছিলেন, সেখানে চিন আবার তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে। ইউনুস নিজে আবার চিন সফরে যাচ্ছেন। যদিও ভারতের সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের সঙ্গে চিনের সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, 'এই ক্ষেত্রে চিন ভারতের শত্রু নয়, বরং তারা আমাদের প্রতিদ্বন্দ্বী মাত্র'। (আরও পড়ুন: বাংলাদেশে হাসিনা বিরোধী ঢেউয়ের বিষয়ে আগে থেকে অবগত ছিল ভারত, বললেন জয়শংকর)
আরও পড়ুন: ঢাকায় ঘুরল খেলা! সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে উলটো দাবি হাসনাতের বেস্ট ফ্রেন্ডের
আরও পড়ুন: চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন মামলায় বড় নির্দেশ বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চের
এদিকে আজ ঢাকায় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দেন, প্রধান উপদেষ্টা ইউনুসের চিন সফরকালে কোনও চুক্তি স্বাক্ষরিত হবে না দুই দেশের মধ্যে। তবে কয়েকটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষরিত হতে পারে বলে জনান তিনি। এদিকে চিনের 'গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে' বাংলাদেশ যোগ দেবে কি না, সেই প্রসঙ্গে তৌহিদ বলেন, 'আমি এই বিষয়ে নিশ্চিত নই। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জিডিআইতে যুক্ত হতে আমাদের আপত্তি নেই, তবে আমরা এর অংশ হব কি না তা দেখতে হবে।' (আরও পড়ুন: ফের রক্ত ঝরল বালোচিস্তানে, গুলি করে হত্যা ৪ পুলিশ সহ ৮ জনকে)
আরও পড়ুন: আওয়ামি লিগকে ফেরাতে গোপন বৈঠক ক্যান্টনমেন্টে? বিতর্কে মুখ খুলল বাংলাদেশি সেনা
আরও পড়ুন: অশান্ত বাংলাদেশ-মায়ানমার সীমান্ত, পরপর গুলি আরাকান আর্মির, গুলিবিদ্ধ ২
জানা গিয়েছে, চিনের পাঠানো বিমানে করেই চারদিনের সরকারি সফরে সেই দেশে যাচ্ছেন ইউনুস। সেখানে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এদিকে ইউনুসের চিন সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই সফর হবে মাইলফলক। এ সফর ফলপ্রসু ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক ভাবে লাভবান হতে পারে, সেদিকেই নজর দিচ্ছি আমরা।' এদিকে ইউনুসের চিন সফর নিয়ে বাংলাদেশের বিদেশ সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন।