প্রিয়াঙ্কা দেববর্মন
ত্রিপুরার মসনদে ফের বসতে চলেছে গেরুয়া শিবির। আর শপথগ্রহণ অনুষ্ঠানের আগে তিপ্রা মোথা জানিয়ে দিল আমাদের রাজ্যের আদিবাসীদের উন্নতির জন্য সরকার যতদিন না সাংবিধানিক সমাধান করছে না ততদিন পর্যন্ত সেই সরকারের অংশ হব না আমরা।
সব মিলিয়ে ৬০ আসনের বিধানসভায় ১৩টি আসন পেয়েছে তিপ্রা মোথা। তাদের মূল দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড। সেই দাবিকে সামনে রেখেই তারা ভোটযুদ্ধে নেমেছিলেন। এদিকে ভোটের আগে একদিকে বিজেপি ও অন্যদিকে বাম কংগ্রেস উভয়ই তিপ্রা মোথাকে তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আবেদন করেছিল। কিন্তু তিপ্রা মোথা জানিয়ে দিয়েছিল তারা কারোর সঙ্গে যোগ দিতে চায় না। কারণ তারা সাংবিধানিক সমাধান চায়। একেবারে লিখিত প্রতিশ্রুতি চেয়েছিলেন তারা। কিন্তু কোনও দলই সেটা দিতে চায়নি। আর তার জেরে যেটা হওয়ার সেটা হয়েছে। তিপ্রা মোথা কোনও রাজনৈতিক দলের শরিক হতে চায়নি।