আয়ারল্যান্ডে ফের বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়। এবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি বাস স্টপে এক ৬০ বছর বয়সি ভারতীয় ব্যক্তিকে হেনস্থার অভিযোগে উঠেছে শিশুদের বিরুদ্ধে। সম্প্রতি সময়ে, আয়ারল্যান্ড থেকে লাগাতার ভারতীয়দের হেনস্থার খবর উঠে আসছে, তাতেই এবার নয়া সংযোজন এই ঘটনা।
বেশ কিছু দিন ধরেই আয়ারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের হেনস্থার শিকার হতে হচ্ছে।ছাড় পায়নি শিশুও। এই প্রথম কোনও প্রবীণ ব্যক্তিকে সেখানে বর্ণ ও জাতি বিদ্বেষের শিকার হতে হল। আর সেই অভিযোগ তুলেছেন তাঁর ভারতীয় বংশোদ্ভূত কন্যা। গত ৯ আগস্ট সোশ্যাল মিডিয়ায় রেডিট-এ ওই মহিলা এক বন্ধুকে জানান, বাবার সঙ্গে তিনি এবং তার বোন ডাবলিনের এটি বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করছিলেন, ঠিক সেই সময় দুই শিশু তাঁদের সামনে এসে দাঁড়ায়। দুই শিশুর বয়স আনুমানিক ৭-৮ বছর হবে। ওই মহিলার দাবি, দু'জন প্রথমে তার বাবার সঙ্গে সেলফি তোলার কথা জানায় কিন্তু তারপরই প্রবীণ ব্যক্তিকে কটাক্ষ করতে থাকে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ওই ব্যাক্তির পকেট থেকে তার মানিব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ। ওই মহিলার কথায়, 'আমরা শান্ত থাকার চেষ্টা করেছি এবং তাদের আচরণ উপেক্ষা করেছি। কিন্তু তারপরও একটি শিশু আমার বাবার পথ আটকে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে।'
আরও পড়ুন-'যুদ্ধবিরতি বিক্রির চেষ্টা করছেন পুতিন!' আলাস্কায় বৈঠকের আগে বিস্ফোরক জেলেনস্কি
উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, 'আমার ৬০ বছর বয়সি বাবা, তার মেয়েদের সামনেই শিশু দ্বারা হয়রানির শিকার হয়েছেন, যার ফলে আমরা অসহায় বোধ করছিলাম।' একই সঙ্গে আয়ারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আইরিশ সরকারকে আইন পর্যালোচনা করার আহ্বান জানান, যাতে শিশুদের বিরুদ্ধেও পদক্ষেপ করা যায়। বেশ কিছু দিন ধরেই আয়ারল্যান্ডে ভারতীয়দের উপর বিদ্বেষমূলক আচরণ বেড়ে গিয়েছে। গত মাসেই সেখানে ৪০ বছরের এক ভারতীয় যুবককে মারধরের পর অর্ধনগ্ন করে ঘোরানো হয়। ১৯ জুলাই থেকে চারটি এমন ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন-'যুদ্ধবিরতি বিক্রির চেষ্টা করছেন পুতিন!' আলাস্কায় বৈঠকের আগে বিস্ফোরক জেলেনস্কি
এর আগে গত ৪ আগস্ট আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড এলাকায় ছ’বছরের একটি শিশুকে নিগ্রহ করা হয়। জানা গিয়েছে, বাড়ির বাইরে মেয়েটিকে ঘিরে ধরে একদল ছেলে। তাকে লক্ষ্য করে ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ বলে চেঁচায় তারা। মেয়েটিকে মারধরও করা হয়, তার যৌনাঙ্গে আঘাত করা হয়।মেয়েটির মা জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সি কিছু ছেলে এবং আট বছরের একটি মেয়েও হঠাৎই চড়াও হয়। কয়েক মিনিট পর ভীত-সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে ঢোকে মেয়ে। তাঁকে দেখে কাঁদতে শুরু করে। এত ভয় পেয়েছিল যে কথাও বলতে পারছিল না ঠিক করে।