'প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ মূল্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বিক্রি করার চেষ্টা করছেন।' আলাস্কায় বৈঠকের আগেই বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যখন শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা যখন গতি পাচ্ছে, তখন কিয়েভের ভূখণ্ড ‘দখলকে বৈধতা’ দেওয়ার চেষ্টা করার জন্য পুতিনের সমালোচনা করেছেন জেলেনস্কি। (আরও পড়ুন: ৫টি পাক যুদ্ধবিমান থেকে F16 ধ্বংস হওয়ার কথা হজম হচ্ছে না খাজার, শুরু মিথ্যাচার)
আরও পড়ুন: BSF-এর হাতে ধরা পড়ল ৪ সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতী, মিলল বাংলাদেশি পুলিশের ID
ইউক্রেনীয় জনগণের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, 'প্রথমত, যুদ্ধের ন্যায্য অবসান হতে হবে এবং এটি রাশিয়ার উপর নির্ভর করে। রাশিয়াকেই তাদের শুরু করা যুদ্ধের অবসান ঘটাতে হবে।' জেলেনস্কি বলেন যে ইউক্রেন এবং তার মিত্রদের যুদ্ধবিরতি এবং হত্যাকাণ্ডের অবসানের প্রয়োজনীয়তা সম্পর্কে একই ধারণা রয়েছে। 'এর বিরুদ্ধে কেবল একজনই দাঁড়িয়েছেন, পুতিন। তার একমাত্র তাস হল হত্যার ক্ষমতা, এবং তিনি সর্বোচ্চ মূল্যে হত্যা বন্ধের দাবি বিক্রি করার চেষ্টা করছেন বল জানান ইউক্রেনের নেতা।ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, এই প্রয়োজন ছিল বিরতি নয়, বরং একটি প্রকৃত, স্থায়ী শান্তি। তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁকে একই কথা বলেছেন। যুদ্ধ শেষ করার লক্ষ্যে ১৫ আগস্ট ট্রাম্পের আলাস্কায় পুতিনের সঙ্গে দেখা করার কথা রয়েছে। (আরও পড়ুন: ভারতের ওপর ৫০০% শুল্ক চাপাতে চাওয়া সেনেটরের সঙ্গে বৈঠক ভারতীয় রাষ্ট্রদূতের)
আরও পড়ুন: পাক বন্ধু আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি, আর্মেনিয়াকে কী বার্তা ভারতের?
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, 'যুদ্ধে ইতি টানার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা সম্পর্কে কোনও অংশীদারকে সন্দেহ প্রকাশ করতে শুনিনি। মার্কিন প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা এবং দৃঢ় সংকল্প রয়েছে। ইউক্রেন ফেব্রুয়ারি থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত প্রস্তাবকে সমর্থন করে আসছে। যুদ্ধবিরতি, সমস্ত ফর্ম্যাটকে সমর্থন করা হয়েছে।'
আলাস্কা বৈঠক
শুক্রবারই ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাঁর এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের ‘এলাকা বিনিময়’ সংক্রান্ত কিছু শর্তও। আর এই শর্তেই আপত্তি জানিয়েছেন জ়েলেনস্কি। সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ ট্রাম্প লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার, ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে।’ পরবর্তী কালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।