৭৮ বছর বয়সি বৃদ্ধাকে প্রতারণার চেষ্টার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয় ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। কিষান কুমার সিং (২১) নামে ওই ভারতীয় ছাত্রকে উত্তর ক্যারোলিনার গিলফোর্ড কাউন্টি থেকে পাকড়াও করা হয়েছে। তিনি নিজেকে একজন সরকারি এজেন্ট হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
গিলফোর্ড কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ধৃত ভারতীয় ছাত্র ওই বৃদ্ধার কাছে নিজেকে সরকারি এজেন্ট হিসেবে পরিচয় দিয়েছিলেন। পাশাপাশি ওই বৃদ্ধাকে বলা হয় যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি হ্যাক করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ অর্থ তোলার জন্য তাকে চাপও দেওয়া হয়েছিল। এরপর কিষাণ কুমার যখন সরকারি এজেন্ট হিসেবে টাকার প্যাকেজটি নিতে ওই বৃদ্ধার কাছে আসেন, তখন তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে ওই ভারতীয় ছাত্র ১ মিলিয়ন ডলারের বন্ডে গিলফোর্ড কাউন্টি ডিটেনশন সেন্টারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যে পরিচয় দিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
আরও পড়ুন-ট্রাম্পের কোপে বলিউডের সিনেমাও! ১০০% শুল্ক চাপানোর ঘোষণা মার্কিন প্রশাসনের
জানা গিয়েছে, কিষান কুমার সিং ২০২৪ সাল থেকে স্টুডেন্ট ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটির কাছে বসবাস করছিলেন। এক্স পোস্টে গিলফোর্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, বর্তমানে প্রতারকরা প্রবীণদের টার্গেট করছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা হিসেবে দাবি করছে এবং বিপুল পরিমাণ অর্থের দাবি করছে। আরও বলা হয়েছে, 'আমরা কখনই আপনাকে ফোন করে টাকা চাইব না। নিজেকে এবং আপনার প্রিয়জনদের শিক্ষিত করুন।'
আরও পড়ুন-ট্রাম্পের কোপে বলিউডের সিনেমাও! ১০০% শুল্ক চাপানোর ঘোষণা মার্কিন প্রশাসনের
'উপদেশদাতাদের প্রয়োজন নেই!' পহেলগাঁও আবহে ইউরোপকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর
গত মাসেও মার্কিন যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় থাকা দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধেও একজন বয়স্ক ব্যক্তিকে প্রতারণা এবং চুরির অভিযোগ উঠেছে। ২৮ এপ্রিল এল পাসো কাউন্টি শেরিফের অফিস জানায়, ২৪ বছর বয়সি মাহাম্মাদিলহাম ভাহোরা এবং হাজিয়ালি ভাহোরা নিজেদেরকে সরকারি এজেন্ট বলে দাবি করে এক ব্যক্তিকে একাধিকবার হুমকি দিয়েছেন।