মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার গ্রিনউডের বিএপিএস শ্রী স্বামী নারায়ণ মন্দিরের সাইনবোর্ডে ভাঙচুরের তীব্র নিন্দা করেছে শিকাগোর ভারতীয় কনস্যুলেট।এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। চলতি বছরে মার্কিন মুলুকে এই নিয়ে তৃতীয়বার হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটল।
শিকাগোর ভারতীয় দূতাবাস থেকে এক্স পোস্টে বলা হয়েছে, ‘ইন্ডিয়ানার গ্রিনউডে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরের প্রধান সাইনবোর্ড অপবিত্র করা নিন্দনীয়। দূতাবাস সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে এবং এই জঘন্য ঘটনার অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি তুলে ধরেছে। আজ, কনসাল জেনারেল গ্রিনউডের মেয়র-সহ ভক্ত এবং স্থানীয় নেতৃত্বের একটি সমাবেশে ভাষণ দেন, সেখানে ঐক্য ও সংহতি এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।'
আরও পড়ুন-'আমি বিষয়টি খতিয়ে দেখব!' পথ কুকুর বিতর্কে বিশেষ আশ্বাস প্রধান বিচারপতির
জানা গেছে, গত ১০ আগস্টের রাতে ঘটনাটি ঘটেছে। মন্দিরের প্রধান সাইনবোর্ডে ঘৃণার বার্তা দিয়ে অপবিত্র করার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।বিএপিএস শ্রী স্বামী নারায়ণ মন্দিরের একজন স্বেচ্ছাসেবক বলেন, 'সাইনবোর্ডে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা এবং অসহিষ্ণুতার বার্তা লেখা হয়।' এই বিষয়ে গ্রিনউড পুলিশে অভিযোগ জানানোর করার পর আপত্তিকর বার্তাটি সরিয়ে ফেলা হয়।স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা মন্দিরের সাউথ ম্যাডিসন স্ট্রিটের ঠিকানায় অপরাধমূলক দুষ্কর্মের বিষয়ে জোরদার তদন্ত করছে।এদিকে, ভাঙচুরের নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইন্ডিয়ানাপলিস সেন্টার ফর ইন্টারফেইথ কো অপারেশন। বিবৃতিতে লেখা হয়েছে, 'ধারাবাহিক ঘৃণা, সহিংসতা এবং বিভাজনের এই সময়ে, সিআইসি আমাদের সমস্ত অংশীদার এবং বন্ধুদের শ্রদ্ধা এবং সহানুভূতির পথ বেছে নেওয়ার এবং সকল ধরণের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।'
আরও পড়ুন-'আমি বিষয়টি খতিয়ে দেখব!' পথ কুকুর বিতর্কে বিশেষ আশ্বাস প্রধান বিচারপতির
উল্লেখ্য, চলতি বছরেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম বৃহত্তম বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।শুধু তাই নয়, মন্দিরে বৈষম্যমূলক দেওয়াল লিখনও লিখে দেওয়া হয়। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও নোংরা কথা লেখা হয়।এরপরেই ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দির হামলায় নিন্দায় সরব হয় ভারতের বিদেশ মন্ত্রক।এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের খবর দেখেছি। আমরা এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে এই কাজের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ধর্মীয়স্থানগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।' তবে এই ঘটনা প্রথম নয়। এর আগে গত বছর নিউ ইয়র্কের বিএপিএস মন্দিরে একই রকম হামলার কয়েকদিন পর, স্যাক্রামেন্টোর বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরের মুখমণ্ডল উস্কানিমূলক বার্তা দিয়ে বিকৃত করা হয়েছিল।