রবিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার হাদল গাল এলাকায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্স (পূর্বে টুইটার) -এ জানানো হয়েছে, ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী কিশতওয়ার সেক্টরের হাদল গাল এলাকায় একটি অভিযান শুরু করে। সন্ত্রাসীদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বর্তমানে অভিযান চলছে।’
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে রবিবার সেনার তাবড় অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জান যাচ্ছে এলাকার দচ্চন এলাকার প্রান্তে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এই সংঘাত শুরু হয়। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, এলাকায় জইশ-এ-মহম্মদ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর রয়েছে। সেই তথ্য় গোপন সূত্রে পেতেই সেনা অভিয়ানে নামে। জানা গিয়েছে সেনার এই অপারেশনের নাম ‘ অপারেশন চেরজি’।
( Mangal Entry in Kanya: ২৮ জুলাই থেকে টেনশনের দিক শেষ এই ৩ রাশির! মঙ্গলের কৃপায় কী কী প্রাপ্তি যোগ?)
( Suryadev transit: ২৪ ঘণ্টার মধ্যে সূর্যের নক্ষত্র গোচর! ভাগ্য়ে ধুন্ধুমার চমক ৩ রাশির, লাকি কারা?)
জইশ নেতা মাসুদ পিওকে-তে?
প্রসঙ্গত, এই জইশের নেতা মাসুদ আজহারকে সদ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দেখা গিয়েছে। এমনই তথ্য দিয়েছে স্যাটেলাইটের ছবি। উল্লেখ্য, এই জইশের হেডকোয়ার্টার হল পাকিস্তানের বাহাওয়ালপুর। সেখানেই আজহারের ডেরা। সেই এলাকা থেকে সদ্য ১০০০ কিলোমিটার দূরে পিওকেতে আজহারকে বহাল তবিয়তে দেখা যায় বলে রিপোর্টে দাবি করা হয়। সদ্য জইশ চিফ মাসুদকে দেখা গিয়েছে স্কার্দু এলাকায়। আরও বিশদে বলতে গেলে স্কার্দু এলকার সাদপোরা রোড এলাকায় মাসুদকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ওই এলাকায় একাধিক মাদ্রাসা ও গেস্ট হাউস রয়েছে বলে খবর। গিলগিট বালতিস্তানের ওই এলাকা পর্যকদের বেশ প্রিয় জায়গা বলেই পরিচিত। সেখানে এই সন্ত্রাসবাদী নেতাকে ঘুরে বেড়াতে দেখা যায়। কিছুদিন আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছেন, দাগি জঙ্গি মাসুদ আজহার, সম্ভবত আফগানিস্তানে রয়েছে, তিনি এমনও ইঙ্গিত দেন যে, যদি ওই জঙ্গি নেতকে পাকিস্তানে খুঁজে পাওয়া যায়, তাহলে পাকিস্তান তাকে ভরতের হাতে তুলে দেবে। এই দাবির কয়েকদিন পরই পিওকে-তে মাসুদকে দেখা যায় বলে রিপোর্টে দাব করা হয়।