মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী কে হবেন? এটা নিয়ে নানা মহলে নানা চর্চা চলছে। দেবেন্দ্র ফড়ণবীস নাকি একনাথ শিন্ডে। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, যখন একনাথ শিন্ডে জানতে পেরেছিলেন যে বিজেপির হাই কমান্ড দেবেন্দ্র ফড়ণবীসকে মুখ্য়মন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন( মহারাষ্ট্রের) তখন তিনি কিছুটা অখুশি ছিলেন। এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু বিজেপি ১৩২টি আসন পেয়েছে তবে আমার মনে হয় একটা রাস্তা থাকা দরকার।
কী সেই রাস্তা? তিনি জানিয়েছেন, দেবেন্দ্র ফড়ণবীসকে মুখ্য়মন্ত্রী করা দরকার। একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। তবে তিনি যদি ডেপুটি সিএম না হতে চান তবে তিনি মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। তবে মহারাষ্ট্রের মানুষ দেবেন্দ্র ফড়ণবীসকে মুখ্য়মন্ত্রী হিসাবে চান।
এদিকে কেবলমাত্র বিজেপির নয়, আরএসএসের প্রথম পছন্দের হলেন দেবেন্দ্র ফড়ণবীস।