
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী কে হবেন? এটা নিয়ে নানা মহলে নানা চর্চা চলছে। দেবেন্দ্র ফড়ণবীস নাকি একনাথ শিন্ডে। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, যখন একনাথ শিন্ডে জানতে পেরেছিলেন যে বিজেপির হাই কমান্ড দেবেন্দ্র ফড়ণবীসকে মুখ্য়মন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন( মহারাষ্ট্রের) তখন তিনি কিছুটা অখুশি ছিলেন। এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু বিজেপি ১৩২টি আসন পেয়েছে তবে আমার মনে হয় একটা রাস্তা থাকা দরকার।
কী সেই রাস্তা? তিনি জানিয়েছেন, দেবেন্দ্র ফড়ণবীসকে মুখ্য়মন্ত্রী করা দরকার। একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। তবে তিনি যদি ডেপুটি সিএম না হতে চান তবে তিনি মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। তবে মহারাষ্ট্রের মানুষ দেবেন্দ্র ফড়ণবীসকে মুখ্য়মন্ত্রী হিসাবে চান।
এদিকে কেবলমাত্র বিজেপির নয়, আরএসএসের প্রথম পছন্দের হলেন দেবেন্দ্র ফড়ণবীস।
এবারের ভোটে আরএসএস নেতা অতুল লিমায়ের সঙ্গে সমণ্বয় রেখে কাজ করেছিলেন ফড়নবিশ। এক হ্যায় তো সেফ হ্যায় এই মন্ত্রকে সামনে রেখে কাজ শুরু হয়েছিল। ভোট জিহাদের বিরুদ্ধে একজোট হয়েছিল বিজেপি।
ফড়নবিশ সরাসরি বলতে শুরু করেছিলেন এটা হল ধর্মযুদ্ধ। এদিকে এক আরএসএস পর্যবেক্ষক দিলীপ দেওধর জানিয়েছেন, ফড়নবিশ একটা ফর্মুলা বলেছিলেন, যেখানে তিনি আড়াই বছর থাকবেন সিএম পদে বাকিটা একনাথ। তবে আরএসএসের অপর নেতার দাবি, সঙ্ঘ পরিবার চাইছে পুরো মেয়াদটাই মুখ্য়মন্ত্রী থাকবেন ফড়নবিশ।
তবে একনাথ শিন্ডের জন্য বিকল্প পথও বললেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে শেষ পর্যন্ত কী হয় সেটাও দেখার।
তবে একনাথ শিন্ডে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে লেখেন, 'মহায্যুতি জোটের এই বিশাল জয়ের পরে আমাদের সরকার গঠন করা হবে। আমরা একজোট হয়েই নির্বাচনে লড়েছি এবং এখনও একজোট হয়েই আছি।' এরপর তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'আমার প্রতি ভালোবাসা দেখাতে অনেকেই আবেদন করেছেন যাতে সমর্থকরা মুম্বইতে আসেন। এই ভালোবাসার জন্যে আমি কৃতজ্ঞ। তবে আমি আবেদন করছি কেউ যেন এভাবে আমার সমর্থনে রাস্তায় না নামেন।'
বিশেষ আবেদন করেছেন একনাথ শিন্ডে। আসলে মুখ্য়মন্ত্রী পদকে কেন্দ্র করে সমর্থকরা যাতে অযথা দলাদলি না শুরু করে দেন সেই বার্তাই দিলেন একনাথ। তবে এই জোটের মধ্য়ে আগামীদিনে সখ্যতা কতটা বজায় থাকে সেটাও দেখার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports