Kejriwal s ED Custody extended:‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত দিল্লির CMএর
Updated: 28 Mar 2024, 04:21 PM IST Sritama Mitra 28 Mar 2024 arvind kejriwal, arvind kejriwal ed custody, arvind kejriwal court case latest, অরবিন্দ কেজরিওয়াল, ১ এপ্রিল পর্যন্ত কোজরিওয়ালের হেফাজত, ইডি, কোর্টবাড়ল কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ, ‘আপকে পিষে দ... more
বাড়ল কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ, ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, ক্ষোভ দিল্লির CMর।
কোর্টকে ইডি জানিয়েছে, অরবিন্দ কেজপিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের একটি ফোন থেকে কিছু তথ্য উদ্ধার হয়েছে। সেই তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ফলে তার জন্য চাই সময়। এদিকে, এদিন কোর্টে ইডির বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েন অরবিন্দ কেজরিওয়াল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি