মঙ্গলবার বাংলাদেশের শিক্ষামন্ত্রক ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ করেছে। যার মধ্যে রয়েছে রংপুরের পীরগাছা সরকারি কলেজ। মন্ত্রকের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে মহম্মদ আব্দুল মুত্তালিবকে। অথচ রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবেও নাম রয়েছে তাঁর। শুধু তাই নয়, দু'বছর আগে তিনি প্রয়াত হয়েছেন। তাঁর পরেও কীভাবে তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হল? এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নের মুখে পড়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ।
আরও পড়ুন: অহেতুক খরচ নয়, স্কুলগুলিকে সতর্ক করল শিক্ষা দফতর, জারি ২৩ দফার গাইডলাইন
জানা গিয়েছে, প্রথমে মুত্তালিব রংপুরের কারমাইকেল কলেজের অধ্যাপক ছিলেন। পরে তাঁকে রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়। কলেজের ওয়েবসাইট অনুযায়ী তিনি এখনও ওই কলেজের অধ্যক্ষ। তারওপর আবার গতকাল রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, মুত্তালিব ২০২৩ সালের ১৬ ডিসেম্বর হৃদরোগে মারা গিয়েছিলেন। সেই সময় তিনি রাজশাহী বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী এবং এক ছেলে। এদিন ১৩৫টি কলেজে যাঁদের অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে তাঁরা সকলেই আগে অধ্যাপক ছিলেন। শিক্ষা মন্ত্রকের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ তিনটি আলাদা বিজ্ঞপ্তি জারি করে তাদের এইসব পদে নিয়োগ করে। এর মধ্যে দুটি বিজ্ঞপ্তিতে ৪৯ জন এবং আরেকটি বিজ্ঞপ্তিতে ৩৭ জনকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে।