একেই বলে ‘টিট ফর ট্যাট!’ এইচ-১বি ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নীতির জবাবে এবার বিশ্বের প্রতিভাবান এবং মেধাবীদের নিজের দেশে টানতে নয়া 'কে ভিসা' চালুর কথা ঘোষণা করল চিন। এটি কার্যকর হবে আগামী ১ অক্টোবর, ২০২৫ থেকে। এই ভিসার মূল উদ্দেশ্য হল বিশ্বের তরুণ ও মেধাবী পেশাজীবীদের চিনে আকর্ষণ করা। বিশেষভাবে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ার ও গণিত অর্থাৎ এসটিইএম ক্ষেত্রের মানুষদের জন্য এই ভিসাটি তৈরি করা হয়েছে।
সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, চিনা প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি একটি ডিক্রি স্বাক্ষর করে বিদেশিদের প্রবেশ ও প্রস্থান সম্পর্কিত নিয়ম সংশোধনের ঘোষণা করেছে। চিনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের আগস্ট মাসে এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। এটি আসলে চিনের একটি কৌশল, যাতে দেশটি আরও বেশি আন্তর্জাতিক প্রতিভা ও দক্ষ জনশক্তি নিজেদের দিকে টানতে পারে। 'কে ভিসা' চিনের বিদ্যমান সাধারণ ১২টি ভিসার তুলনায় বেশ কিছু বাড়তি সুবিধা দেবে। যেমন, একাধিকবার প্রবেশের অনুমতি, দীর্ঘ মেয়াদি বৈধতা এবং বেশি সময় থাকার সুযোগ। শুধু কাজের জন্যই নয়, এই ভিসাধারীরা শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে একাডেমিক বিনিময়ে অংশ নিতে পারবেন। পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কাজ করার পথও তাদের জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন-চরেদের গতিবিধির উপর নজরদারি! মহাকাশে সুরক্ষা বাড়াতে ভারতের ‘বডিগার্ড স্যাটেলাইট’ : Report
চিনা বিচার মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে অন্তত ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি চিন বা বিদেশের যে কোন প্রতিষ্ঠানের হতে পারে। যারা শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত আছেন, তারাও আবেদন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনকারীর জন্য চিনে কোনও স্থানীয় নিয়োগকর্তার আমন্ত্রণপত্রের প্রয়োজন নেই। কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং গবেষণা বা পেশাগত সম্পৃক্ততার প্রমাণ জমা দিলেই হবে। কর্তৃপক্ষ বলছে, নতুন ভিসা কৌশল চিনের নতুন যুগের মানবসম্পদ উন্নয়ন কৌশল বাস্তবায়নে সহায়ক হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও তরুণ বিজ্ঞান-প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে বিনিময় বাড়াবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের অধিকাংশই মনে করছেন, 'কে ভিসা' আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসাকে টক্কর দিতেই চালু করা হচ্ছে।
আরও পড়ুন-ভয়াবহ দুর্ঘটনা! মুম্বইয়ে মুখ থুবড়ে পড়ল ল্যাম্বরগিনি, ভিডিও ভাইরাল