বাংলা নিউজ > ঘরে বাইরে > Chandrababu Naidu to JD and Usha Vance: 'তেলুগু' ঊষা পা রাখবেন কমলার ঠিকানায়, আনন্দে গদগদ অন্ধ্রের CM চন্দ্রবাবু, বললেন…
পরবর্তী খবর
মার্কিন রাষ্ট্রপতিদের সরকারি বাসভবন যেমন হোয়াইট হাউজ, তেমন একই ভাবে সরকারি বাসভবন নির্দিষ্ট করা আছে মার্কিন ভাইস প্রেসিডেন্টদের জন্যেও। সেটি হল '১ নং, অবজারভেটরি সার্কেল'। সেই ঠিকানায় গত ৪ বছর থেকেছেন কমলা হ্যারিস। তবে এবার সেখানে থাকবেন অন্য এক ভারতীয় বংশোদ্ভূত। তিনি হলেন ঊষা ভান্স। আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী। এবং একজন তেলুগু আমেরিকার সেকেন্ড লেডি হতে চলায় বেশ আপ্লুত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভান্স দম্পতিকে অন্ধ্রপ্রদেশে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। (আরও পড়ুন: 'কুৎসিত' ব্যক্তিগত আক্রমণ, বেদনাদায়ক হার ভুলে ট্রাম্পকে ফোন কমলার, বললেন কী?)