
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মার্কিন রাষ্ট্রপতিদের সরকারি বাসভবন যেমন হোয়াইট হাউজ, তেমন একই ভাবে সরকারি বাসভবন নির্দিষ্ট করা আছে মার্কিন ভাইস প্রেসিডেন্টদের জন্যেও। সেটি হল '১ নং, অবজারভেটরি সার্কেল'। সেই ঠিকানায় গত ৪ বছর থেকেছেন কমলা হ্যারিস। তবে এবার সেখানে থাকবেন অন্য এক ভারতীয় বংশোদ্ভূত। তিনি হলেন ঊষা ভান্স। আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী। এবং একজন তেলুগু আমেরিকার সেকেন্ড লেডি হতে চলায় বেশ আপ্লুত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভান্স দম্পতিকে অন্ধ্রপ্রদেশে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। (আরও পড়ুন: 'কুৎসিত' ব্যক্তিগত আক্রমণ, বেদনাদায়ক হার ভুলে ট্রাম্পকে ফোন কমলার, বললেন কী?)
নিজের পোস্টে চন্দ্রবাবু লেখেন, 'আমি জেডি ভান্সকে অন্তরের গভীর থেকে শুভেচ্ছা জানাতে চাই। তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন। তাঁর এই জয় একটি ঐতিহাসিক মুহূর্ত এনে দিয়েছে অন্ধ্রপ্রদেশের জন্যে। কারণ তাঁর স্ত্রী ঊষা ভান্সের নাড়ির টান জুড়ে রয়েছে এই অন্ধ্রপ্রদেশের সঙ্গেই। তিনি প্রথম তেলুগু হবেন, যিনি আমেরিকার সেকেন্ড লেডি পদে বসবেন। গোটা বিশ্বের তেলুগু সমাজের কাছে এটা একটা গর্বের বিষয়। এই আবহে আমি আপনাদের অন্ধ্রপ্রদেশে আমন্ত্রণ জানাতে চাই।'
উল্লেখ্য, আগামী বছর জানুয়ারি থেকে '১ নং, অবজারভেটরি সার্কেলের' বাসিন্দা হবেন ট্রাম্পের 'রানিং মেট' জেডি ভান্স আর তাঁর স্ত্রী ঊষা ভান্স। এই আবহে সেই বাড়ি থেকে একজন ভারতীয় বংশোদ্ভূত বিদায় নিলেও সেখানে আসবেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট নিয়ে অনেক জল্পনা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি তাঁর ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হিসাবে বেছে নিয়েছিলেন জেডি ভান্সকে। এদিকে নিজের রাজনৈতিক উত্থানের নেপথ্যে তাঁর স্ত্রীর অবদান প্রথম থেকেই স্বীকার করে এসেছেন জেডি ভান্স।
প্রসঙ্গত, ঊষা চিলুকুড়ি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন। ঊষা চিলুকুড়ি ভান্স ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্য়ানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভলপমেন্ট এডিটর হিসাবে কাজ করেছেন। এদিকে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। ২০১৪ সালে কেন্টাকিতে জেডির সঙ্গে বিয়ে হয়েছিল ঊষার। এদিকে শুরুতে ২০১৪ পর্যন্ত ঊষা রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। পরে ২০২২ সালে তিনি রেজিস্টার্ড রিপাবলিকান হন। এদিকে স্ত্রীর হিন্দু ধর্মে বিশ্বাসই তাঁকে এই স্থানে পৌঁছে দিয়েছেন বলে মনে করেন জেডি ভান্স। দীর্ঘদিন আইনি বিভাগে কাজ করেছেন ঊষা। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জন রবার্টস এবং বিচারপতি ব্রেট কেভানার অধীনেও কাজ করেছেন ঊষা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports