ভারতের সামরিক বাহিনীর খোলস বদলের রূপরেখা তৈরি করছে কেন্দ্র। চিনা সেনার মতো ভারতেও থিয়েটার গঠন করা হবে বলে জানা গিয়েছে। এই সংস্কারে মত রয়েছে সেনাবাহিনী এবং নৌসেনার। তবে এর আগে হিন্দুস্তান টাইমস রিপোর্ট করে জানিয়েছিল যে এই থিয়েটার গঠনে পুরোপুরি সম্মত নয় বায়ুসেনা। সেই রিপোর্টের একদিনের মাথায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত দাবি করেন যে যেকোনও সংস্কারে কিছু বাধা বিপত্তি আসে, তবে থিয়েটার গঠনের ক্ষেত্রে সব বাহিনী সহমত পোষণ করছে। সিডিএস-এর পদের উদাহরণ টেনে বিপিন রাওয়াত বলেন, এই পদ তৈরির বিষয়ে ২০ বছর ধরে আলোচনা হয়। তারপর গিয়ে এই পদ তৈরি হয়।
এদিকে চিনা সেনা প্রসঙ্গেও মন্তব্য করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। বিপিন রাওয়াতের দাবি, পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাকে টেক্কা দিতে অক্ষম চিন। সেই কথা চিনা সেনা বুঝেছে বলেই সেনার অবস্থান বদল হচ্ছে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। বিপিন রাওয়াত বলেন, 'চিনা সেনারা সমতল থেকে আসেন। খুব অল্প সময়ের জন্যে তাদের পাহাড়ে মোতায়েন করা হয়। এরপর আবার তাদের বদলে দেওয়া হয়।'
জেনারেল বিপিন রাওয়াত বলেন, 'গালওয়ান উপত্যকায় ভারত-চিনা সেনার সংঘর্ষের পর পিএলএ বুঝতে পেরেছে, পাহাড়ি এলাকায় লড়াইয়ের জন্য তাদের জওয়ানদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে।' তাঁর দাবি, তাই চিনা সেনা হিমালয়ের পার্বত্য এলাকায় ভারতকে টেক্কা দেওয়ার মতো জায়গায় নেই। বিপিন রাওয়াত জানান, লাদাখ সীমান্তে ভারতীয় সেনার তরফে অনবরত নজরদারি চালানো হচ্ছে। চিনা সেনার সব গতিবিধির উপর ভারত নজর রাখছে বলে জানান রাওাত। তবে রাওয়াতের আশঙ্কা, চিন সম্প্রতি সেনাদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছে। যা ভবিষ্যতে ভারতের চিন্তার কারণ হতে পারে।