সুদূর কানাডা থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন ভারতীয় দম্পতি। সেখানেই তাঁদের বিয়ের অনুষ্ঠান চলছিল। ফটোশুট আরও আকর্ষণীয় করার জন্য রাখা ছিল রঙের বোমা। আর সেই বোমাতেই বিয়ের দিনে ঘটল দুর্ঘটনা। বোমায় পুড়ে জখম হলেন কনে। জীবনের বড় দিনে এমন দুর্ঘটনার সেই ভিডিয়ো পরে তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের সতর্ক করেছেন। (আরও পড়ুন: রক্তাক্ত কোয়েটা, গ্রেফতার মাহরাং, বালোচিস্তানে 'বাংলাদেশের ভুল' পাকিস্তানের?)
আরও পড়ুন: বাড়ির ঠিক করা পাত্র পছন্দ নয়, পালিয়ে যৌনপল্লীতে আশ্রয় নিল তরুণী, পরে উদ্ধার
জানা গিয়েছে, বরের নাম ভিকি এবং কনের নাম পিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর এবং কনেকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ফটোশুট করা হচ্ছিল। আরও ভালো ছবি পেতে তাঁদের পিছনে কিছু রঙের বোমা ফাটানো হচ্ছিল। সেই সময় একটি বোমা গিয়ে লাগে পিয়ার গায়ে। ঘটনায় তাঁর চুল এবং পিঠের কিছু অংশ পুড়ে যায়। এছাড়াও তিনি কোমরের কাছে আঘাত পান। ভিডিয়োয় দুর্ঘটনাটি ঘটেছিল ঠিক সেই মুহূর্তটি দেখানো হয়েছে। তারপরে কনের আঘাতের চিহ্নও দেখানো হয়। এছাড়াও এই ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় বিয়ের অনুষ্ঠানে। ‘viaparadise’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। এছাড়াও পোস্টে লেখা হয়েছে, ‘পরিকল্পনা ছিল এই সুন্দর রঙের বোমাগুলিকে পিছনের দিকে ফাটিয়ে সুন্দর ছবি পাওয়া যাবে। কিন্তু, এটি ত্রুটিপূর্ণ হওয়ায় আমাদের দিকে চলে আসে।’ (আরও পড়ুন: নির্ধারিত সময়ের ২ বছর পর HAL-এর হাতে তেজসের প্রথম F-404 ইঞ্জিন তুলে দেবে GE)
আরও পড়ুন: লাদাখে নতুন ২ কাউন্টি তৈরি চিনের, জবাবে কী করছে ভারত? সংসদে যা বলল সরকার…
ঘটনাটি ঘটেছিল বিয়ের অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে। কিন্তু, দুর্ঘটনার কারণে তাঁদের হাসপাতালে ছুটে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কনের চিকিৎসার প্রয়োজন ছিল। ফলে তাঁদের বিশেষ দিনটি সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছিল। ভিকি এবং পিয়া জানিয়েছেন, দুর্ঘটনা খুবই দুঃখজনক ছিল। তাঁরা অন্যদের এনিয়ে সতর্ক করার জন্য সেই ভিডিয়ো শেয়ার করেন। তাঁরা বিয়েতে আতশবাজি এবং এর ব্যবহারের বিপদগুলি তুলে ধরেন। তাঁদের বার্তা, আতশবাজি এবং রঙের বোমার ব্যবহার বিপদ বাড়াতে পারে। এগুলি ঝুঁকিপূর্ণ। নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে তাঁরা অনুষ্ঠানে এই ধরনের জিনিস ব্যবহার না করার বার্তা দিয়েছেন।