প্রিয়াঙ্কা দেববর্মন
ত্রিপুরার খোয়াই জেলায় ভিডিয়ো কনফারেন্স রুমের মধ্য়েই মিলেছে বিএসএফ জওয়ানের নিথর দেহ। সেক্টর হেডকোয়ার্টারের মধ্যে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মৃতের নাম বালুরাম কুড়ি। ৩২ বছর বয়সী ওই জওয়ান সেন্ট্রি ডিউটিতে ছিলেন। ভিডিয়ো কনফারেন্সে রুমের মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখেন এক হেড কনস্টেবল হিতেন্দ্র কুমার যাদব।
তেলিমুরার এসডিপিও সোনাচরণ জামাতিয়া জানিয়েছেন, একেবারে রক্তের মধ্যে পড়েছিল তাঁর দেহ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যু কারণ জানা যাবে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে।
এদিকে গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। কীভাবে ওই বিএসএফ জওয়ানের মৃ্ত্যু হল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এনিয়ে বিএসএফের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি।
কিন্তু প্রশ্ন উঠছে এত রক্ত কীভাবে এল? তবে কি কেউ খুন করেছে ওই বিএসএফ জওয়ানকে? তবে পুলিশ এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই অনেকটা পরিষ্কার হবে।