অনিরুদ্ধ ধর
কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা। তবে সেই পদযাত্রায় বরাবর সাদা রঙের একটি টি শার্ট পরে হাঁটতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। প্রচন্ড ঠান্ডার মধ্যেও সাত সকালে তিনি সাদা টি শার্ট পরে পথ হেঁটেছেন। কোথাও তাঁকে জ্যাকেট বা সোয়েটার পরে বিশেষ দেখা যায়নি। আর সেই সাদা টি শার্টের রহস্যভেদ করলেন রাহুল নিজেই। তবে এদিন বলার সময় তিনি কিছুটা আবেগ বিহ্বল হয়ে পড়েন।
সোমবার প্রচন্ড তুষারপাতের মধ্যে ভারত জোড়ো যাত্রার শেষ করেন তিনি। সেখানেই সেই সাদা টি শার্টের রহস্যভেদ করেন তিনি।সভাস্থলে তিনি নিজেই জানিয়ে দেন, কেন ভারত জোড়ো যাত্রায় তিনি জ্যাকেট পরেননি। তিনি জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রায় চার শিশুকে দেখেছিলাম। তাদের গায়ে কোনও গরম জামাকাপড় ছিল না। শীতে কাঁপছিল। এটা দেখার পর ঠিক করে নিয়েছিলাম যাত্রায় আর সোয়েটার পরব না।
রাহুল বলেন, চারটে শিশু আমার কাছে এসেছিল। কারা ভিখারী। তাদের শরীরে শীতবস্ত্র ছিল না। তাদের আলিঙ্গন করলাম। তারা ঠান্ডায় কাঁপছিল। হয়তো তাদের খাবারও জোটেনি।সেদিনই ঠিক করে নিয়েছিলাম যদি তারাও সোয়েটার বা জ্যাকেট না পরে তবে আমারও জ্যাকেট পরাটা উচিত হবে না।
রাহুল বলেন, অনেক কিছু শিখেছি আমি। একদিন খুব পায়ে যন্ত্রণা হচ্ছিল। তখনও ৬-৭ কিমি হাঁটতে হবে। হঠাৎ করে এক কিশোরী এসে বলল, তোমার জন্য আমি একটি জিনিস লিখে এনেছি। পড়ে দেখ। এরপরই চলে গেল।
কাগজটা খুলে দেখলাম, সেখানে লেখা রয়েছে…আমি বুঝতে পারছি তোমার হাঁটুতে লাগছে। কারণ তুমি যখন পা ফেলছ সেই যন্ত্রণা তোমার মুখে ফুটে উঠছে। কিন্তু আমি তোমার সঙ্গে হাঁটতে পারব না। তবে তোমার পাশে আমি হাঁটব। কারণ তুমি আমার জন্য হাঁটছ। এটা পড়েই আমার যন্ত্রণা উধাও হয়ে যায়।
রাহুল বাবা রাজীব গান্ধী ও ঠাকুমা ইন্দিরা গান্ধীর মৃত্যুর কথা তুলে ধরেন। তিনি বলেন, মোদীজি, অমিত শাহজী, বিজেপি, আরএসএস যারা হিংসা ছড়ায় তারা বুঝতেই পারবেন না যন্ত্রণা কাকে বলে। একজন সেনার পরিবার, একজন সিআরপিএফের পরিবার, যাদের পরিবারের সদস্য পুলওয়ামাতে মারা গিয়েছিলেন তাঁরা বুঝবেন যন্ত্রণার কথা। ফোনে যখন প্রিয়জনের মৃত্যুর খবর আসে কাশ্মীরিদের কাছে তাঁরা বোঝেন যন্ত্রণা কাকে বলে। তারই অবসান ঘটাতে চান রাহুল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup