বাংলা নিউজ > ঘরে বাইরে > Bashar al-Assad: মাত্র কয়েক ঘণ্টায় সংবিধান বদলে সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন বাশার আল-আসাদ!
পরবর্তী খবর

Bashar al-Assad: মাত্র কয়েক ঘণ্টায় সংবিধান বদলে সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন বাশার আল-আসাদ!

২০০৮ সালের ১৪ জুলাই - প্যারিসে স্ত্রী আসমা আল-আসাদের সঙ্গে বাশার আল-আসাদ। (AFP)

০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। সেই গৃহযুদ্ধ চলাকালীনই ২০১৩ সালে বাশার আল-আসাদের সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে রাষ্ট্রসংঘ। কিন্তু, এত কিছুর পরও বাশার আল-আসাদকে গদিচ্যুত করা যায়নি। যদিও ২০২৪ সালের অন্তিম লগ্নে অবশেষে তাঁর সেই আসন টলে গিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কে তিনি? কীভাবেই বা সিরিয়ার সর্বোচ্চ ক্ষমতা দখল করলেন তিনি? আপাতত সর্বত্রই এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

কে বাশার আল-আসাদ?

তথ্য বলছে, বাশার আল-আসাদের পরিবার আদতে সিরিয়ার সবথেকে ক্ষমতাশালী ও স্বৈরাচারী একটি পরিবার। যারা গত প্রায় অর্ধ শতাব্দী ধরে সিরিয়ার মানুষকে শাসন করে এসেছে। বাশার আল-আসাদ হলেন সেই পরিবারের দ্বিতীয় প্রজন্মের সদস্য।

তথ্যাভিজ্ঞ মহলের দাবি, তাঁর বাবার মতো বাশার আল-আসাদও সিরিয়াজুড়ে এক স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। কিন্তু, ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে তাঁকে সমস্যায় পড়তে হয়। একইসঙ্গে, দেশবাসীর জীবনও অতীষ্ট হয়ে ওঠে।

উপরন্তু, সিরিয়ায় এহেন অস্থিরতার জেরে আইএসআইএস-এর মতো কট্টরপন্থী ইসলামি সংগঠন ও জঙ্গি সংগঠনগুলি সিরিয়ার মাটিতে জন্ম নিতে ও বেড়ে উঠতে শুরু করে। প্রাণ ভয়ে সিরিয়ার নাগরিকদের একটা বড় অংশ অন্যান্য দেশে পালাতে শুরু করেন। ফলত, আন্তর্জাতিকভাবে শরণার্থী সমস্যা বাড়তে থাকে।

আরব বসন্তের জেরে সিরিয়ায় গণতন্ত্রকামী আন্দোলন শুরু হলেও আসাদের সরকার তার সামনে মাথানত করতে অস্বীকার করে। শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। যার ফলস্বরূপ - প্রথম কয়েক মাসের মধ্যেই হাজার হাজার মানুষকে হয় খুন করা হয়, আর না হলে হাজতে ভরা হয়।

গত প্রায় ১৩ বছর ধরে এই গৃহযুদ্ধে নাজেহাল সিরিয়ার মানুষ। এই ১৩ বছর লাগাতার আসাদের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এমকী, আমজনতার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অভিযোগও উঠেছে আসাদ-বাহিনীর বিরুদ্ধে।

পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তা নিশ্চিত করতে আমেরিকা, জর্ডন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের তরফে গৃহযুদ্ধের একেবারে প্রথম থেকেই আসাদকে পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু, তিনি রাজি হননি।

এরপর পশ্চিমের দেশগুলি কার্যত একযোগে আসাদ ও তাঁর সরকারকে একঘরে করে দেয়। কিন্তু, তা সত্ত্বেও এত দিন ক্ষমতায় টিকে থেকেছেন আসাদ। তার প্রধান কারণ হল - তাঁর প্রতি ইরান ও রাশিয়ার সমর্থন। এবং দেশের অভ্যন্তরে বিরোধীপক্ষকে বাগে রাখতে চূড়ান্ত দমন-পীড়ন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, সিরিয়ার আমজনতা আসাদ ও তাঁর সরকারের উপর এতটাই বীতশ্রদ্ধ ছিল যে, গত কয়েক দিনে বিদ্রোহীরা একে একে বিভিন্ন শহর দখল করতে শুরু করার পর সেখানকার বাসিন্দারা আনন্দ-উল্লাসে সামিল হন। তাঁদের বাশার আল-আসাদ ও তাঁর বাবার ছবি ছিঁড়ে ফেলতে দেখা যায়।

কীভাবে ক্ষমতা দখল করলেন বাশার আল-আসাদ?

বাশার আল-আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন ২০০০ হাজার সালে। তাঁর বাবা হাফিজ আল-আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল-আসাদ।

হাফিজ নিজে দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হয়েছিলেন এবং তিনি ছিলেন বাথ পার্টির প্রতিষ্ঠাতা। হাফিজ সিরিয়ার ক্ষমতা দখল করেন ১৯৭০ সালে। এবং তার পরের বছর তিনি সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০০ সালে হাফিজের মৃত্যুর পর নাম কা ওয়াস্তে একটি নির্বাচন করানো হলেও, সেখানে বাশারের কোনও বিরোধী প্রার্থী ছিলেন না। ফলত, তিনি একাই নির্বাচনে লড়েন, একাই জেতেন এবং তারপর প্রেসিডেন্টের কুর্সিতে বসে যান!

বাশার আল-আসাদ বেড়ে উঠেছিলেন তাঁর বাবা হাফিজকে দেখেই। হাফিজ আল-আসাদ সোভিয়েত ইউনিয়নের বন্ধু ছিলেন এবং প্রায় তিন দশক ধরে সিরিয়া শাসন করেছিলেন।

প্রসঙ্গত, বাশার আল-আসাদ ছিলেন তাঁর বাবার মেজো ছেলে। অর্থাৎ সরাসরি তাঁর পক্ষে হাফিজের উত্তরাধিকারী হওয়া সম্ভব ছিল না। তাই তিনি লন্ডনে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসাবে পড়াশোনা করতে চলে গিয়েছিলেন। কিন্তু, ১৯৯৪ সালে একটি গাড়ি দুর্ঘটনায় বাশারের দাদা এবং হাফিজের বড় ছেলে বাসেলের মৃত্যু হয়।

এরপরই সিরিয়ার রাজনীতিতে বাশার গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি মিলিটারি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং কালক্রমে সিরিয়ার সেনাবাহিনীর একজন কর্নেল হিসাবেও দায়িত্ব পালন করেন।

২০০০ সালে হাফিজের মৃত্যুর সময় বাশারের বয়স ছিল ৩৪ বছর। অথচ, সিরিয়ার তৎকালীন সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট হতে গেলে নূন্যতম বয়স ৪০ বছর হওয়া বাঞ্ছনীয় ছিল। কিন্তু, হাফিজের মৃত্যুর পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার সংবিধান বদলে ফেলা হয়। যাতে বাশার আল-আসাদ পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন! বস্তুত, হাফিজ মারা যাওয়ার একমাস পরই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাশার সিরিয়ার সর্বোময় ক্ষমতা দখল করেন।

পশ্চিমী দুনিয়া এই বিষয়টিকে ভালো চোখে না দেখলেও বাশার নিজে সেই সময় দাবি করেছিলেন, তিনি সিরিয়াকে আধুনিকভাবে গড়ে তুলবেন। বাশারের এই ভাবমূর্তি তৈরি করতে বিশেষ সাহায্য করেছিলেন তাঁর স্ত্রী আসমা আল-আসাদ।

আসমার সঙ্গে বাশারের বিয়ে হয়েছিল ২০০০ সালে। আসমা আদতে সিরিয়ার মানুষ হলেও তিনি বড় হয়েছিলেন লন্ডনে এবং অতীতে একজন ব্যাঙ্কার ছিলেন।

কিন্তু, বাস্তবে বাশারের আমলে সিরিয়া কোনও উন্নতিই হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের।

এই অবস্থায় ২০১১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি বাশারের উদ্দেশে তোপ দেগে বলেন, তিনি নাগরিকদের হত্যা ও গণ-গ্রেফতারির রাজনীতি করে ক্ষমতায় টিকে রয়েছেন। এমনকী, বাশারকে হয় গণতন্ত্র কায়েম করার অথবা পদত্যাগ করার বার্তাও দেন ওবামা।

কিন্তু, তারপরও প্রত্যেকটি নির্বাচনে বাশার বিপুল সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে জিতেছেন এবং দফায় দফায় ক্ষমতায় ফিরে এসেছেন। যদিও সেই ভোটাভুটি আদৌ বৈধ ছিল কিনা, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তোলা হয়। সর্বশেষ ২০২১ সালে এহেন একটি নির্বাচনে আবারও জেতেন বাশার আল-আসাদ।

অন্যদিকে, ২০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। সেই গৃহযুদ্ধ চলাকালীনই ২০১৩ সালে বাশার আল-আসাদের সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে রাষ্ট্রসংঘ। কিন্তু, এত কিছুর পরও বাশার আল-আসাদকে গদিচ্যুত করা যায়নি। যদিও ২০২৪ সালের অন্তিম লগ্নে অবশেষে তাঁর সেই আসন টলে গিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Latest News

পিছু ছাড়ছে না বৃষ্টি! আগামী কয়েকদিন তেড়ে বর্ষণের পূর্বাভাস কোথায় কোথায়? নদীর ধারে ‘তুমি কাছে এলে’ গানে মাতলেন নিলয়ন, সুর মেলালেন দেব-ইধিকা-ওম-সোহিনীরা অন্যায় করলে জনগণ কাউকে ছাড়বে না, মন্তেশ্বরের TMC নেতাকে হুঁশিয়ারি সিদ্দিকুল্লার আগুনে ঝলসে মৃত Ex PMর স্ত্রী, জেল মুক্ত কয়েক'শ বন্দি!নেপালের সেনা চিফ খুললেন মুখ পুজোর আগে নারী শক্তির গল্প বলবে ‘দুগ্গা’, কোন বিশেষ চরিত্রে দেখা যাবে ওমকে? ওবিসি মামলার নিষ্পত্তি হলেই দমকলে নিয়োগ হবে প্রচুর কর্মী, ঘোষণা করলেন মন্ত্রী টার্গেটে হামাস নেতারা! দোহায় আছড়ে পড়ল ইজরায়েলি হানা, সরব কাতার, তুঙ্গে পারদ টোটোর চলাচল নিয়ন্ত্রণ পদক্ষেপ করছে রাজ্য, রুট বেঁধে দেওয়ার সিদ্ধান্ত বৃষ সহ বহু রাশি পাবে সূর্যদেবের কৃপা! আসছে তাবড় যোগ, সৌভাগ্যবান কারা? কালীঘাটে পুজো দিয়ে শ্যুটিং শুরু ‘বাবা’-র, ছবি শেয়ার করলেন বিক্রম, কিরণরা

Latest nation and world News in Bangla

টার্গেটে হামাস নেতারা! দোহায় আছড়ে পড়ল ইজরায়েলি হানা, সরব কাতার, তুঙ্গে পারদ দেশ পেল ১৫তম উপরাষ্ট্রপতি, নির্বাচিত NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণাণ,পেলেন কত ভোট? বন্যা-ভূমিধসে লণ্ডভণ্ড!হিমাচলকে ১৫০০ কোটির সাহায্য প্রধানমন্ত্রীর, পাঞ্জাবকে কত? নেপালের PM পদে সম্ভাব্য নাম বলেন্দ্র শাহ?এই 'ইঞ্জিনিয়ার' মেয়রের রয়েছে ভারত-যোগও! কয়েক লাখের ফোনে আড়ি পাতছে পাক, নজরে ইন্টারনেট! হাতিয়ার কোন দেশের প্রযুক্তি? 'আমরা নিবিড়ভাবে...,' ছাত্র-যুব আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল, অ্যাডভাইজারি MEAর Video: নেপালের উপ-প্রধানমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া করে লাথি- Report সপ্তাহের গোড়াতেই অঘটন! হোয়াটসঅ্যাপ বিপর্যয়ে চরম ভোগান্তি, ক্ষোভ ব্যবহারকারীদের 'আমেরিকার কথা না শুনলে… ভারতের জন্য ভালো হবে না', হুঁশিয়ারি হোয়াইট হাউসের রাহুলের বিরুদ্ধে জ্ঞানেশের ক্ষোভকে বিঁধলেন প্রাক্তন ৩ নির্বাচন কমিশনার

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.