বাংলাদেশের রাজনীতিতে এককালে 'বন্ধু' হিসাবেই বিবেচিত হত জামায়েত ইসলামি ও বিএনপি। তবে এবার সেই জামায়েত ইসলামির বিরুদ্ধেই নাম না করে সুর চড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভি। এমনকি জামায়েতের নাম না উল্লেখ করে তিনি ওই পার্টিকে ‘পায়ের রগ কাটা’ পার্টি, ‘৭১র বিরোধী’ পার্টি বলে আখ্যা দিয়ে তুলোধনা করেন।
রবিবার বাংলাদেশের শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিআউর রহমানের শ্রদ্ধা নিবেদন করতে যান বিঅনপি নেতা রুহুল রিজভি। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত জামায়েত ইসলামির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনীতিতে, হাসিনা বিরোধী শক্তি হিসাবে জামায়েত ও বিএনপিকে বহু সময়ই একযোগে সুর চড়াতে দেখা গিয়েছে। সেই জায়গা থেকে, হাসিনা-হীন বাংলাদেশে পুরনো ‘বন্ধু’ জামায়েতকে নিয়ে বিএনপি নেতার এই মন্তব্য ওপার বাংলার রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
( Human Body parts Found:পুকুরে হঠাৎ দুর্গন্ধ.. পুলিশ এসে ভেসে ওঠা বস্তার মুখ খুলতেই উদ্ধার মানব দেহাংশ! বারাসতে চাঞ্চল্য)
কিছুদিন আগে, জামায়েত ইসলামির নেতা ড. শফিকুর রহমান বলেছিলেন, আজ বাজারে আগুন। সিন্ডিকেট এখন হাত বদল হয়েছে। সরকার এখনও ভাঙতে পারেনি, একজন চাঁদাবাজ পালিয়েছে আরেকজন চাঁদাবাজিতে লেগে গিয়েছে।
জামায়েত ইসলামির নেতার এই বক্তব্যের পর রবিবার ঢাকায় বিএনপির রুহুল রিজভি বলেন,' উপদেষ্টাদের প্রায় অনেকেই সব দেন, দুই একটি দলও সবক দেয়.. চাঁদাবাজ বিদায় হয়েছে, আর কোনও চাঁদাবাদ আমরা দেখতে চাইনা.. চাঁদাবাজ না আসুক.. এসব কাদের উদ্দেশ্য করে বলছেন?' রুহুল রিজভি বলেন,'আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লিগ, হেলমেট লিগ, বন্দুক লিগ। আবার জনগণ এটাও জানে খুর লিগ, পায়ের রগ কাটা লিগ। কারা পায়ের রগ কাটে, জনগণকে জানে না? তাঁদের জনগণ ঠিকই চেনে।' রুহুল রিজভি বলেন,'আমরা তো দেখেছি যে একটি রাজনৈতিক দলের অনুসারিরা কীভাবে ইসলামি ব্যাঙ্ক দখল করেছে।' রিজভি বলেন,' আজকে বড় বড় কথা বলেন। কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। জেলায় জেলায় টার্মিনাল দখল, সিএনজি স্ট্যান্ড দখল, টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয়? ‘ এরপর ১৯৭১এর প্রসঙ্গ তুলে রিজভি সুর চড়া করেন। তিনি বলেন,' ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আপনাদের ৭১ এর অর্জন কী? আপনারা ৭১ এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৭১, ৯০ এর গৌরব বিএনপির।'