পাক বিদেশমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক নয়! SCO তে সন্ত্রাস নিয়ে কূটনৈতিক শক্তিশেল তাক জয়শঙ্করের Updated: 05 May 2023, 12:46 PM IST Sritama Mitra পাক মন্ত্রী বিলাওয়ালের উপস্থিতিতে এসসিও সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, ‘যখন বিশ্ব কোভিড এবং এর পরিণতির মুখোমুখি হয়েছিল, তখন সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই হুমকি থেকে আমাদের নজর সরিয়ে নেওয়া সমাজের পক্ষে ক্ষতিকর দিক হবে।'