বিষ জল সংক্রান্ত অভিযোগ তুলে বিতর্কিত মন্তব্য করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এনিয়ে জবাব তলব করেছিল ভারতের নির্বাচন কমিশন।
আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বুধবার ভারতের নির্বাচন কমিশনের নোটিশের জবাব দিয়েছেন। তিনি আগেই বলেছিলেন হরিয়ানা সরকার যমুনা নদীতে ‘বিষ মেশাচ্ছিল’। এবরা কমিশনের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে সম্প্রতি রাজ্য থেকে প্রাপ্ত অপরিশোধিত জল মানুষের স্বাস্থ্যের জন্য ‘অত্যন্ত দূষিত এবং অত্যন্ত বিষাক্ত’ হয়েছে।
নির্বাচন কমিশনকে দেওয়া জবাবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় রাজধানীতে পানীয় জলের গুণমান নিয়ে ‘জরুরি জনস্বাস্থ্য সঙ্কটের’ পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।
নির্বাচন কমিশনকে দেওয়া ১৪ পাতার জবাবে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ভারতীয় জনতা পার্টি শাসিত হরিয়ানা থেকে আসা অপরিশোধিত জলের 'মারাত্মক বিষাক্ততা ও দূষণ' তুলে ধরা এটা তাঁর কাছে পাবলিক ডিউটি ছিল।
বিষয়টি নিয়ে বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ জারি করে তার জবাব দেওয়ার জন্য বুধবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছিল।
কেজরিওয়াল আরও বলেন, হরিয়ানা থেকে প্রাপ্ত অপরিশোধিত জলে অ্যামোনিয়ার মাত্রা এতটাই "চরম" যে দিল্লির জল শোধনাগারগুলি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ এবং অনুমোদিত সীমা পর্যন্ত এটি প্রক্রিয়াজাত করতে অক্ষম।