উত্তরপ্রদেশের মীরাটে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। প্রকাশ্যে এক সেনা জওয়ানকে খুঁটিতে বেঁধে লাঠি, ইট দিয়ে বেধড়কভাবে মারধর ও আঘাত করার অভিযোগ উঠল টোল বুথ কর্মীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, রাজপুত রেজিমেন্টের জওয়ান কপিল কাভাদ ছুটি কাটিয়ে বাড়ি থেকে শ্রীনগরে ফেরার পথে দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু, ভুনি টোল প্লাজায় দীর্ঘ যানজটে আটকে পড়ায় সময় নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি। সেখান থেকেই শুরু হয় তর্কাতর্কি, আর মুহূর্তেই পরিস্থিতি রূপ নেয় ভয়াবহ হিংসাত্মক ঝামেলায়।
আরও পড়ুন: গাড়ি পার্কিংয়ে বচসা! সেনা আধিকারিক ও পুত্রকে মারধর, সাসপেন্ড ১২ পুলিশ
জবানকে মারধরের একটি ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা যায়, একাধিক টোল কর্মী কপিলকে ঘিরে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে। এমনকি তাঁকে একটি খুঁটির সঙ্গে হাত পিছনে বেঁধে নির্মমভাবে আঘাত করা হচ্ছে। তাঁর খুড়তুতো ভাই তাঁর সঙ্গে ছিলেন। তাঁকেও মারধর করা হয়। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে। কপিলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হলে সরুরপুর থানায় এফআইআর নথিভুক্ত করে পুলিশ। মীরাটের গ্রামীণ পুলিশ সুপার রাকেশ কুমার মিশ্র জানিয়েছেন, কপিল ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তিনি পোস্টে ফিরছিলেন। ভুনি টোলে গাড়ির দীর্ঘ লাইন ছিল। সেই সময় টোল কর্মীদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় এবং কর্মীরা তাঁকে ও তাঁর ভাইকে মারধর করে। পুলিশ জানিয়েছে, ভিডিয়ো ফুটেজ ও সিসিটিভি পর্যালোচনা করে চার অভিযুক্ত টোল কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।