বাংলা নিউজ > ঘরে বাইরে > ইমরান গদিচ্যুত হতেই পাক-মার্কিন সম্পর্কে নয়া মোড়, শেহবাজকে ‘ব্যান্ডেজ’ পাঠাল ওয়াশিংটন
পরবর্তী খবর
ইমরান গদি থেকে হটতেই পাকিস্তানের প্রতি সুর নরম আমেরিকার। ৭৫ বছর পুরোনো সম্পর্কের কথা মনে করিয়ে নয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বার্তা দিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। উল্লেখ্য, এর আগে নিজের গদি বাঁচাতে ইমরান খান বারবার আমেরিকার দিকে আঙুল তুলে অভিযোগ করেছিলেন যে পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করছে আমেরিকা। তিনি শেহবাজের সরকারকে ‘আমদানিকৃত সরকার’ বলেও কটাক্ষ করেছিলেন। এদিকে ইমরানের বারংবার আক্রমণ ও অভিযোগের জেরে ইসলামাদ-ওয়াশিটন সম্পর্কে চিড় ধরেছিল। শেহবাজ গদিতে বসার পর সেই চিড় মেরামতির কাজে নামল দুই পক্ষই।