শ্রীনাবস রাও আপ্পারুসাউ
সহপাঠীদের নির্যাতন করার অভিযোগে, ইস্ত্রি গরম করে তাকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
ভীমাবারম ইনস্পেক্টর অফ পুলিশ বি কৃষ্ণ কুমার জানিয়েছেন অঙ্কিত নামে ২০ বছর বয়সী দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে নির্যাতন করা হয়েছে। অভিযুক্তের নাম প্রবীন, প্রেম, নীরজ ও স্বরূপ।
পুলিশ হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, অভিযুক্তরা পিভিসি পাইপ দিয়ে ওই ছাত্রকে মারধর করে। হস্টেল রুমে তাকে আটকে রাখা হয়। পরে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে অঙ্কিতের সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল। তার জেরেই তাকে মারধর করা হয়েছে। তবে পুলিশ এনিয়ে বিস্তারিত কিছু বলতে চায়নি।
শুক্রবার সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ক্লিপ সামনে আসে। সেখানে দেখা যায় পাইপ দিয়ে ওই যুবককে মারধর করা হচ্ছে। এরপর গরম ইস্ত্রি দিয়ে তাকে ছ্যাঁকা দেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। পরে তাদের গ্রেফতার করা হয়। কলেজের এক স্টাফ জানিয়েছেন, চারজনকেই সাসপেন্ড করা হয়েছে। ৮ নভেম্বর তাদের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে হাজির হতে বলা হয়েছে।