জম্মু-কাশ্মীরের বালতাল রুটে ভয়াবহ ভূমিধস এবং প্রবল বৃষ্টির জেরে ফের বিপত্তি অমরনাথ যাত্রায়। পাহাড় ধসের ঘটনায় এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আর এই দুর্ঘটনার পরেই অনির্দিষ্টকালের জন্য অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সূত্রের খবর, বুধবার গান্দেরবাল জেলার বালতাল পথে জেড-মোড, আপার রেলপাথরির কাছে প্রবল বৃষ্টির জেরে মাটি সরে গিয়ে ধস নামে। সেই সময় বহু তীর্থযাত্রী ওই পথে যাচ্ছিলেন।ধসের জেরে কাদায় আটকে পড়েন অনেকে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, দু’জন তীর্থযাত্রী ধসে ভেসে যাচ্ছেন। পরে পথচলতি মানুষজনরাই তাঁদের উদ্ধার করেন। কয়েকজনকে ট্র্যাক ধরে থাকা রেলিং আঁকড়ে ঝড়ের হাত থেকে বাঁচতে দেখা গিয়েছে।এদিকে,আহতদের দ্রুত উদ্ধার করে বালতাল বেস ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাজস্থানের বাসিন্দা সোনা ভাই নামে এক মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের স্বামী দারা রামও আহত হয়েছেন।
আরও পড়ুন-বিধ্বংসী আগুনের গ্রাসে ইরাকের হাইপার মার্কেট! ঝলসে মৃত ৬০
অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তীর্থযাত্রীদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।সূত্রের খবর, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার জম্মু থেকে নতুন কোনও তীর্থযাত্রীর দলকে গুহামন্দিরের পথে রওনা হতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত থাকবে।অমরনাথ যাত্রায় দু'টি রুট রয়েছে। একটি, ৪৮ কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুট এবং ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট। এবারের ধসের ঘটনা বালতাল পথেই ঘটেছে।
আরও পড়ুন-বিধ্বংসী আগুনের গ্রাসে ইরাকের হাইপার মার্কেট! ঝলসে মৃত ৬০
এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ পূণ্যার্থী অমরনাথ গুহামন্দিরে পুজো দিয়ে এসেছেন।জানা গিয়েছে, এই মরসুমে এই প্রথম জম্মু থেকে যাত্রা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হল। অমরনাথ যাত্রা শুরু হয়েছে গত ৩ জুলাই থেকে, চলবে আগামী ৯ অগাস্ট পর্যন্ত। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর অমরনাথ যাত্রার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশ, আধা সামরিক বাহিনী, সেনাবাহিনী নজরদারি চালাচ্ছে।