Manipur Drone Bombing: মণিপুরে পর পর দিনে ড্রোন দিয়ে বোমা হামলা! আহত একাধিক, সন্দেহে কুকি জঙ্গিরা, মুখ খুললেন CM
Updated: 03 Sep 2024, 03:47 PM IST Sritama Mitra 03 Sep 2024 manipur, n biren singh, drone bombing, drone bombing in manipur, investigation, মণিপুর, ড্রোন দিয়ে বোমা হামলা, এন বীরেন সিং, তদন্তজানা গিয়েছে, মণিপুরে ড্রোন দিয়ে এমন বোমা হামলার ঘট... more
জানা গিয়েছে, মণিপুরে ড্রোন দিয়ে এমন বোমা হামলার ঘটনায় তদন্তের জন্য কেন্দ্রের তরফে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়া হচ্ছে।
ড্রোন চালিয়ে বোমা নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনায় নতুন করে তপ্ত মণিপুর। টানা দুই দিন ধরে এই ঘটনায় মণিপুরে একাধিকজন আহত হয়েছেন। সোমবার বিকেল পর্যন্ত এমন ড্রোন দিয়ে বোমা হামলা দেখা যায় মণিপুরে। ইম্ফল পশ্চিমে সোমবার বিকেলে ড্রোম-বোমা হামলার খবর এসেছে। তার জেরে ২ জনের আহত হওয়ার খবর আসে। আরও একটি ঘটনায় ইম্ফল পূর্বে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ানের একটি বাঙ্কারে এমন হামলা হয়েছে। দুুটি ঘটনাতেই কুকি জঙ্গিদের দিকে গিয়েছে সন্দেহের নজর। (HT sourced photo)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি