1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2023, 03:41 PM ISTSatyen Pal
সপ্তাহ ব্য়পী পশু মেলা হচ্ছিল। সেখানে নিরাপত্তার কাজে মোতায়েন করা ছিল পুলিশ। সেই নিরাপত্তারক্ষীরাই গাড়িতে চেপে ফিরছিলেন। তখনই পেছন থেকে আত্মঘাতী হামলা হয়।
পাকিস্তানে আত্মঘাতী হামলা। (Photo by Mohammad ASLAM / AFP)
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। ফের আত্মঘাতী হামলা পাকিস্তানে। দক্ষিণ পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ ট্রাকে গিয়ে ধাক্কা দেয় একটি বাইক। আসলে সে সুইসাইড বোম্বার।এরপর সে নিজেকে উড়িয়ে দেয়। তার জেরে মৃ্ত্যু হয়েছে ৯জন পুলিশকর্মীর। নিউজ এজেন্সি সূত্রে এমনটাই খবর। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কোয়েটা থেকে প্রায় ১৬০ কিমি পূর্বে সিব্বিতে এই ঘটনা হয়েছে। রয়টার্স সূত্রে খবর জায়গাটি বালুচিস্তান প্রদেশের রাজধানীর মধ্য়ে পড়ে।
পুলিশ আধিকারিক আব্দুল হাই আমির এএফপিকে জানিয়েছেন সুইসাইড বোম্বার একটি বাইকে চেপেছিলেন। এরপর পেছন থেকে সেটি ট্রাকে ধাক্কা দেয়। আর তখনই ভয়াবহ বিস্ফোরণ হয়।
ডন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোম্ব ডিজপোজাল স্কোয়াডকে এলাকায় মোতায়েন করা হয়েছে। সপ্তাহ ব্য়পী পশু মেলা হচ্ছিল। সেখানে নিরাপত্তার কাজে মোতায়েন করা ছিল পুলিশ। সেই নিরাপত্তারক্ষীরাই গাড়িতে চেপে ফিরছিলেন। তখনই পেছন থেকে আত্মঘাতী হামলা হয়। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।