মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। একটি ধর্মীয় মিছিলের উপর ছিঁড়ে পড়ল হাই টেনশন বিদ্যুতের তার। যারফলে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও ২ জন আহত হয়েছেন। মুসলিমদের মিলাদ উল নবী উপলক্ষে সেখানে একটি মিছিলের আয়োজন করা হয়। সেই সময় মিছিলে থাকা মানুষদের ওপর ছিঁড়ে পড়ে হাই ভোল্টেজ বিদ্যুতের তার। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং পুলিশ অফিসারদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পপকর্ন বিক্রেতার, নিউটাউনের মর্মান্তিক ঘটনায় আলোড়ন
জানা গিয়েছে, ডিজে গ্রাম থেকে মিছিল বের হয়। তারপর সেই মিছিল নানপাড়া এলাকার মাসুকপুরে পৌঁছাতেই হাই-টেনশন বিদ্যুতের তার তাদের ওপর ছিঁড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। মৃতদের নাম হল আশরাফ আলি (২৪), আরফাত (৮), ইলিয়াস (১৮), শফিক (১৪) ও সুফিয়ান (১৮)। আরও চারজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য নানপাড়ার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও একজনের। মৃতের নাম তাবরেজ।
অন্যদিকে, তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। স্থানীয় বাসিন্দা প্রতিনিধি ফরমান ও জহিরের অভিযোগ, হাই টেনশন তার নিচে ঝুলছিল। অনেকদিন ধরেই তা ঠিক করতে বলা হয়েছিল। কিন্তু করা হয়নি।