পহেলগাঁও জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। সেই ক্ষত শুকোতে না শুকোতেই ফের ভারতে বড়সড় কোনও হামলার ছক কষা হচ্ছে? এই প্রশ্নই প্রবল হয়েছে। রিপোর্ট অনুযায়ী, একাধিক রাজ্য থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এদিকে ধৃতদের থেকে আইইডি-র অংশ মিলেছে। যা আরও চিন্তা বাড়িয়েছে তদন্তকারীদের। এই ধৃত জঙ্গিরা এনক্রিপটেড মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হত পাক হ্যান্ডলারদের সঙ্গে। জানা গিয়েছে, দিল্লি, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ, রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গিদের। (আরও পড়ুন: ৯/১১ ভুললে চলবে না, রাষ্ট্রসংঘের মঞ্চে লাদেন খোঁচায় পাকিস্তানকে ধুলেন ভারতীয় দূত)
আরও পড়ুন: ‘তোমাদের বর্ণবাদ দূর করতে সাহায্য করব’, ইউরোপীয় দেশকে মুখের ওপর বার্তা ভারতের
এর মধ্যে রাঁচি থেকে ধৃত জঙ্গির নাম আজহার দানিশ। এই দানিশ আইএস-এর সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে তাকে ধরে। আজহার দানিশের বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লিতে মামলা দায়ের করা হয়েছিল এবং তার ভিত্তিতে স্পেশাল সেল তাকে খুঁজছিল। পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করে ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক হিংসা মূলক প্রচার চালাচ্ছিল দানিশ। পুলিশ জানিয়েছে, ধৃত সন্দেহভাজন জঙ্গি আজহার দানিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কর্মকাণ্ড, নেটওয়ার্কের খোঁজ চলছে। তার পরিচিতদের নিয়ে তদন্ত করা হচ্ছে। আজহারের কোনও নাশকতার ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। (আরও পড়ুন: শুধু বাংলা নয়, অক্টোবর থেকে গোটা দেশেই শুরু হতে পারে SIR, দাবি রিপোর্টে)
আরও পড়ুন: গুলি করে খুন ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ককে, দেখুন ঘটনার মুহূর্তের ভাইরাল ভিডিয়ো
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়েছিল রাঁচির ইসলামনগরে। সেখান থেকেই সন্দেহভাজন সন্ত্রাসী দানিশকে গ্রেফতার করতে সফল হয় তারা। ধৃত জঙ্গি ইসলামনগরের তাবারক লজে ছিল। এ বিষয়ে কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসী মডিউলের শিকড় পর্যন্ত পৌঁছানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের পালামুতেও অভিযান চালিয়েছে পুলিশের দল। পালামুর এসপি রিশমা রমেসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারিতে আজহার দানিশ পাথালকুদওয়া মসজিদের কাছে থাকত। এরপর সে তাবারক লজে থাকতে শুরু করে। পুলিশ জানিয়েছে, অভিযানে অস্ত্র ও বেশ কয়েকটি ইলেকট্রনিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে।