কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকে চাকরি করেন তিনি। বয়স ৪৭ বছর। পেশায় বিজ্ঞানী। নাম দেবেন্দ্র বারলেওয়ার। এনিয়ে তৃতীয়বারের জন্য তাঁর সফল কিডনি প্রতিস্থাপন হল। এনিয়ে দেবেন্দ্রর শরীরে পাঁচটি কিডনি রয়েছে বলে খবর। তবে তার মধ্যে মাত্র একটি কার্যকরী রয়েছে।
এনিয়ে তৃতীয়বারের জন্য কিডনি প্রতিস্থাপন হল তাঁর। এক কৃষকের ব্রেন ডেথ হয়েছিল। তারপর তাঁর পরিবার তাঁর অঙ্গ দান করার ব্যাপারে সম্মত হন।
কীভাবে পাঁচটি কিডনি তাঁর শরীরে এল?
সূত্রের খবর, তাঁর শরীরের তিনটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। অর্থাৎ অন্যের দান করার মাধ্যমে তিনটি কিডনি এসেছিল তাঁর শরীরে। তবে অনেকের মতে এটা একটা বিরল ঘটনা।
বিশেষজ্ঞদের মতে, তৃতীয় প্রতিস্থাপনের বিষয়টি অত্যন্ত বিরল। কারণ তিনবারের জন্য কিডনির ম্যাচিং হওয়ার বিষয়টি বিশেষ শোনা যায় না।
এমনকী তৃতীয়বারের জন্য় কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে শরীরে আলাদা জায়গা থাকা দরকার। ফরিদাবাদের চিকিৎসকরা সেই কিডনির জন্য় আলাদা জায়গা তৈরি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তৃতীয় যে কিডনি সেটা ডানদিকে প্রতিস্থাপন করা হয়েছে। আগের একটি প্রতিস্থাপিত কিডনি ও শরীরের মধ্য়ে থাকা একটি কিডনির মাঝে এই নতুন কিডনি বসানো হয়েছে।