বাংলা নিউজ > ঘরে বাইরে > পেট্রল-ডিজেলে ভ্যাট কমিয়েছে ২৫ রাজ্য, পশ্চিমবঙ্গের মতো গোঁ ধরে আছে কারা?
পরবর্তী খবর
ক্রেতাদের স্বস্তি দিতে ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রল এবং ডিজেলে কমানো হল ভ্যাট। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ।
সম্প্রতি দীপাবলির প্রাক্কালে পেট্রল-ডিজেলে উৎপাদন শুল্ক হ্রাস করেছে কেন্দ্র। এরপর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও তাদের ভ্যাট কমানোর জন্য অনুরোধ করে মোদী সরকার। সেই অনুরোধ মেনে ভ্যাট কমানোর ঘোষণা করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। বেশিরভাগই বিজেপি জোটের সরকার। কয়েকটি কংগ্রেস শাসিত সরকারও সেই পথে হেঁটেছে।
যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পেট্রল এবং ডিজেলের উপর ভ্যাট হ্রাস করেনি:
মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়।
পশ্চিমবঙ্গে পেট্রলের দাম
এখন (১৩ নভেম্বর ২০২১) ১০৪.৬৭ টাকা প্রতি লিটার।