Telangana Tunnel Collapse: ১০ দিন পার, তেলেঙ্গানায় টানেলে আটকে পড়াদের খোঁজ মিলল না, কী বলছে NDRF?
1 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2025, 02:37 PM ISTতেলেঙ্গানায় ধসে পড়া এসএলবিসি টানেলে আটকে পড়া আট শ্রমিকের উদ্ধারকাজ চলছে ২২ ফেব্রুয়ারি থেকে
তেলেঙ্গানায় ধসে পড়া এসএলবিসি টানেলে আটকে পড়া আট শ্রমিকের উদ্ধারকাজ চলছে ২২ ফেব্রুয়ারি থেকে
তেলেঙ্গানার নাগারকুর্নুলে শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানাল (এসএলবিসি) টানেল ভেঙে পড়ার পরে আটকে পড়া আট শ্রমিককে উদ্ধারের জন্য ১০ দিনেরও বেশি সময় ধরে অভিযান চলছে, উদ্ধারকারীরা এখনও কোনও সাফল্যে পৌঁছাতে পারেননি বলেই খবর।
গত ২২ ফেব্রুয়ারি থেকে আটকে পড়েছেন ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা।
এনডিআরএফ কমান্ড্যান্ট ভিভিএন প্রসন্ন কুমার সোমবার বলেছেন যে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য ১২টি সংস্থা চব্বিশ ঘন্টা কাজ করছে, উদ্ধারকারীরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়নি।
পুরোদমে চলছে অপারেশন। নিহতদের সন্ধানে প্রায় ১২টি সংস্থা ২৪ ঘণ্টা কাজ করছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কমান্ড্যান্টকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুর্ভাগ্যবশত, আমরা এখনও পর্যন্ত তাদের সন্ধান করতে পারিনি।
তিনি আরও বলেন, জটিল সুড়ঙ্গ অভিযানে সহায়তা করার জন্য, তেলেঙ্গানা ও কেন্দ্রীয় সরকার উভয়ই সারা দেশ থেকে শীর্ষ বিশেষজ্ঞদের পাঠিয়েছে।
তিনি বলেন, টানেল অপারেশনের জটিলতার কারণে আমরা এখনও পর্যন্ত সফলতা অর্জন করতে পারিনি। তবে সর্বাধিক জনশক্তি পরিকল্পিতভাবে নিযুক্ত করা হয়েছে এবং আশা করি আমরা অল্প সময়ের মধ্যে সাফল্য পাব,'