বাজার চলতি অনেক চ্যবনপ্রাশ কিনতে পাওয়া গেলেও, বাজারের চ্যবনপ্রাশের ওপর অনেকেই ভরসা করতে পারেন না। তবে আর চিন্তা নেই, বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারবেন চ্যবনপ্রাশ। বাড়িতে চ্যবনপ্রাশ তৈরির সহজ রেসিপি দেখে নিন।
শীতের মরশুমে স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি। স্বাস্থ্যের সঠিক যত্ন না নিলে সর্দি, কাশি, জ্বরের মতো সমস্যা দেখা দেয়। এই বিষয়টি মাথায় রেখে অনেকেই এই মরশুমে তাঁদের খাদ্যাভাসে অনেক পরিবর্তন আনেন। অনেকেই তাঁদের রোজকার খাদ্যতালিকায় চ্যবনপ্রাশ রাখেন।
চ্যবনপ্রাশ হল একটি আয়ুর্বেদিক ওষুধ, যা খেলে শরীরে শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। চ্যবনপ্রাশের মূল উদ্দেশ্য হল শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি দেওয়া এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করা। এর পাশাপাশি চ্যবনপ্রাশে রয়েছে আমলকী যা ভিটামিন সি সমৃদ্ধ। আর আমলকি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা তো বলাই বাহুল্য। তাছাড়াও চ্যবনপ্রাশ সর্দি-কাশির মতো রোগও প্রতিরোধ করে।
বাজার চলতি অনেক চ্যবনপ্রাশ কিনতে পাওয়া গেলেও, বাজারের চ্যবনপ্রাশের ওপর অনেকেই ভরসা করতে পারেন না। তবে আর চিন্তা নেই, বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারবেন চ্যবনপ্রাশ। বাড়িতে চ্যবনপ্রাশ তৈরির সহজ রেসিপি দেখে নিন।
চ্যবনপ্রাশ তৈরির উপকরণ
আমলকি ১ কেজি
গুড় ৫০০ গ্রাম
দেশি ঘি ১০০ গ্রাম
শুকনো আদা (শুকনো আদা গুঁড়ো) - ২ চা চামচ
গোলগোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
দারুচিনি গুঁড়ো - ১ চা চামচ
এলাচ গুঁড়ো - ১ চা চামচ
তুলসী পাতা (১-৫টা) শুকনো বা তাজা
জাফরান - ৫-৬টা থ্রেড
মধু
চ্যবনপ্রাশ তৈরির পদ্ধতি
বাড়িতে চ্যবনপ্রাশ তৈরি করা খুবই সহজ। এ জন্য প্রথমে আমলকি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর তা ১ লিটার জলে সিদ্ধ করুন, যতক্ষণ না তা নরম হয়ে যায়। ভালোভাবে ফোটানোর পর, জল ছেঁকে নিন এবং আমলকিগুলোকে মিক্সারে পিষে পেস্ট তৈরি করুন।