প্রচণ্ড বাড়ছে গরম। বৃষ্টির দেখা নেই। আর তাই মনমেজাজ প্রত্যেকেরই বেশ খারাপ। কিন্তু তার মধ্যেই একটু হাসার সুযোগ মেজাজটা বদলে দিতেই পারে। তার জন্য পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস।
১। জীবনের প্রথম ভোলানাথ গ্রাম থেকে শহরে এসেছে। হোটেলবয় তাকে ঘর দেখানোর জন্য নিয়ে যাওয়ার পর ছোট্ট একটা ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ভোলানাথ দেখল সেখানে আরও একজন দাঁড়িয়ে আছে।
তো তাকে ভোলানাথ বলল, ‘দেখুন তো, আমি গ্রাম থেকে এসেছি। ভাড়ার টাকাও সব দিয়ে দিয়েছি। কিন্তু এই ব্যাটারা কত ছোট্ট একটা ঘর আমাকে দিয়েছে। থাকার কথা ছিল আমার একার। কিন্তু এখন দেখছি, মশাই, আপনিও আমার ঘরে। তারপর উপরে আবার বিছানা নেই, নেই বাতাস ঢোকার ব্যবস্থা। ব্যাটারা কেমন জোচ্চোর বুঝুন।’
অন্য লোকটা বলল, ‘আরে মশাই, এটা তো আপনার ঘর নয়। এটা তো লিফট।’
(আরও পড়ুন: দমফাটা হাসি হাসতে চান? অফিস থেকে বাড়ি ফেরার পথে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। প্রথম বন্ধু: জানিস, সুরজিৎ হাসপাতালে ভর্তি। বিরাট চোট পেয়েছে।
দ্বিতীয় বন্ধু: হতেই পারে না। কাল সন্ধেবেলায় সুরজিৎ একটা ক্যাফেতে দেখলাম। একজন সুন্দরী মহিলার সঙ্গে।
প্রথম বন্ধু: হ্যাঁ, সুরজিতের স্ত্রীও দেখেছিল।
(আরও পড়ুন: হাসতে হাসতে ক্লান্তি কাটান! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠিয়ে দিন বন্ধুদেরও)
৩। হাইওয়েতে গোপালবাবুর গাড়ি আটক করল পুলিশ। কর্তব্যরত সার্জেন্ট ধমক দিয়ে বললেন, ‘ব্যাপার কী? আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন?’
গোপাল: রাস্তার শুরুতে দেখলাম, উপরে বড় করে লেখা ২০। ভাবলাম, এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা নিশ্চয় ২০। তাই…
সার্জেন্ট: ওরে বোকা, এটা ২০ নম্বর রাস্তা। কিন্তু কথা হচ্ছে, আপনার গাড়ির পিছনের সিটে বসা দু’জন এমন ভয়ার্ত চোখে চেয়ে আছে কেন? চুল খাড়া হয়ে আছে, দাঁতকপাটি লাগার দশা। ব্যাপারটা কী?
গোপাল: না মানে, একটু আগে ২১২ নম্বর রাস্তা দিয়ে এলাম তো!
(আরও পড়ুন: হাসিটুকু থাক! মন ভালো করতে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৪। মন্টুদার শখ হয়েছে নির্বাচনে দাঁড়াবেন। যথারীতি দাঁড়িয়েও গেলেন। ভোট গণনা শেষে দেখা গেল, মন্টুদা ভোট পেয়েছেন মোটে তিনটি।
ঝাঁটা হাতে ছুটে এলেন তাঁর স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন, ওরে শয়তান, তোমার নিশ্চয় অন্য কোনও মেয়ের সঙ্গে কিছু চলছে! নইলে ৩ নম্বর ভোটটা দিল কে?’
(আরও পড়ুন: ছুটির দিনে দিলখোলা হাসি হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। মাধববাবু গিয়েছেন চিকিৎসকের কাছে।
চিকিৎসক: বলুন, আপনার সমস্যা কী?
মাধব: ডাক্তারবাবু, এক মাস ধরে প্রতিদিনই ৫০ টাকার ওষুধ কিনে খাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত এক টাকারও উপকার হয়নি। কিছু একটা করুন।
চিকিৎসক: ঠিক আছে, কোনও সমস্যা নেই। এই প্রেসক্রিপশনে ৪০ টাকার ওষুধ লিখে দিয়েছি। আমি নিশ্চিত, অন্তত ১০ টাকার উপকার এবার হবেই।
(আরও পড়ুন: সপ্তাহের শুরু হোক জবরদস্ত হাসি হেসে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠান অন্যদেরও)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক