পাসপোর্ট খুলতেই দেখা গেল পাতা ছেঁড়া। ভারতীয় সংবিধান অনুযায়ী যা দণ্ডনীয় অপরাধ! কিন্তু কেনই বা ছেঁড়া সেই পাতা? তল্লাশি করে জানা গেল ওই ভদ্রলোক আদতে ব্যাঙ্কক ঘুরতে গিয়েছিলেন। কিন্তু পরিবারের কাছে সেই কথা গোপন রাখতে চান। আর তার জন্যই পাসপোর্টের পাতা ছিঁড়ে ফেলে দেন। কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ হওয়ায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
আরও পড়ুন - Viral Video: ‘জীবনের সেরা সিদ্ধান্ত…’ ভারত ভ্রমণ করে আর কী বললেন এই বিদেশিনী
পুণের বাসিন্দা ৫১ বছর বয়সি ভি কে বালেরাও। বিমান থেকে নেমে বিমানবন্দর থেকে বেরনোর সময় তাঁকে আটক করা হয়। ইমিগ্রেশন অফিসার তাঁর পাসপোর্ট দেখতে গিয়ে ছেঁড়া দেখেন। যা দেখার পরেই সন্দেহ হয়। আসল সত্যিটা জানার পরেও অপরাধমূলক কাজের জন্য গ্রেফতার করা হয় তাঁকে।