GATS India ২০১৬-১৭-এর রিপোর্ট অনুযায়ী, ১২ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মহিলা ধূমপান করেন বা তামাক সেবন করেন। অনেকেই বলেন, মানসিক চাপ, বন্ধুদের প্রভাব অথবা নিজেকে আরও আত্মবিশ্বাসী ও স্বাধীন দেখাতে তারা এটি শুরু করেছেন। এই প্রসঙ্গেই এবার বিস্তারিত কথা বললেন চিকিৎসক আহেলি মাইতি (ফার্টিলিটি স্পেশালিস্ট, বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, নিউ টাউন, কলকাতা)।
কী বলছেন চিকিৎসক?
চিকিৎসকের কথায়, ‘কলকাতায় তরুণীদের মধ্যে তামাক সেবনের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এই প্রবণতা জনস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS) অনুসারে, পশ্চিমবঙ্গে প্রায় ১০ জনের মধ্যে একজন মহিলা কোনও না কোনওভাবে তামাক ব্যবহার করেন।’
আরও পড়ুন - জেন Z-র মুখের 'দুর্বোধ্য' ভাষা এবার কেমব্রিজ অভিধানে! ডেলুলু, স্কিবিডির মানে কী?
কেন ক্ষতিকর গর্ভধারণের জন্য?
তামাক মানুষের ধারণার চেয়েও বেশি বাজে প্রভাব ফেলে গর্ভধারণের উপর। ডিম্বাশয়ে রক্ত সরবরাহ কমিয়ে দেয় তামাকজাত দ্রব্য। হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ডিম্বাণুর গুণগত মান হ্রাস করে। এই পরিবর্তনগুলো চুপিসাড়ে ঘটে এবং ভবিষ্যতে গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। সিগারেট বিড়ি ছাড়াও অনেকে তামাকজাত দ্রব্যও সেবন করেন। এগুলিও কোনও নিরাপদ বিকল্প নয়।