Orange peels benefits: কমলালেবু খেয়ে খোসা ফেলে দিচ্ছেন নাকি? দাঁত সাদা করা থেকে খাবারে ব্যবহার করুন এভাবে Updated: 15 Jan 2023, 01:40 PM IST Sritama Mitra কমলালেবুর খোসা কখনও ফ্লেভার হিসাবে দেয় সুবিধা, আবার কখনও স্বাদে যোগায় আলাদা মেজাজ! এছাড়াও সংসারের নানান টুকিটাকি কাজে কমলালেবুর খোসা বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। দেখে নেওয়া যাক সেই সমস্ত উপায়গুলি।