কয়েকদিন আগেই ছোট চোখের গুরুত্ব নিয়ে বলে মজার ছলে ‘পাঠ’ পড়িয়েছিলেন দুনিয়াকে! দিয়েছেন উত্তরপূর্বের মানুষকে নিয়ে মশকরা ঠাট্টার জবাব। এরপর ফের একবার খবরে নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা নিয়ে এক টুইটে তাঁর বক্তব্য কার্যত ভাইরাল হয়ে গিয়েছে।
অবিবাহিতরা অনেকেই ‘সিঙ্গল’ থাকা নিয়ে নানান অনুযোগ করে থাকেন! তবে জনসংখ্যা দিবসে নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলংয়ের বক্তব্য সমস্ত সিঙ্গলদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি টুইটে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া উচিত। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত। ’ এরপরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন। একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।’ মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গলদের আন্দোলনে যোগ দিন’। শ্রীলঙ্কায় নয়া সূর্যোদয়ের আশা! নয়া রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষিত