বিয়ের বয়স ১৭ পেরিয়ে গিয়েছে। এদিকে যুগের হাওয়া লেগে স্ত্রী ইনস্টাগ্রামে মজে। এই পরিবর্তন মোটেই মানতে পারেননি বছর ৩৮ এর যুবক। শাস্তি দিতে স্ত্রীর গলায় কোপ বসিয়ে খুন করলেন ৩৫ বছরের মহিলাকে।
ইনস্টাগ্রামে হামেশাই রিল পোস্ট করতেন মৃতা। বানিয়েছিলেন বহু বন্ধুও। আর এই ঘটনা মোটেই মানতে পারেননি তাঁর স্বামী। তাই তাঁকে শাস্তি দিতে গলা কেটে খুন করলেন স্ত্রীকে।
ইনস্টাগ্রাম করার অপরাধে স্ত্রীর গলা কেটে খুন
জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুরে এই ঘটনা ঘটেছে। পরিমল বৈদ্য নামক এক ব্যক্তি সন্দেহ করতেন যে তাঁর স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়েছেন। দীর্ঘ ১৭ বছর সংসার করার পরও স্ত্রী ইনস্টাগ্রামে মন দিলে তিনি সন্দেহ করেন যে তাঁর স্ত্রী অপর্ণা বোধহয় অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন। সেটার জেরেই তিনি অপর্ণাকে খুন করেন। বর্তমানে পরিমল পলাতক। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
আরও পড়ুন: বাংলাদেশি বন্ধুদের মজলিস জমল গীতা দত্তের গানে, ফেসবুকে পোস্ট হতে নিমেষেই ভাইরাল, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: সহনাগরিকদের আনন্দ দিতে সিগন্যালে গান গাইছেন ১ অটোচালক! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো